জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজ়হার। — ফাইল চিত্র।
যে কোনও মুহূর্তে ভারতে হামলার জন্য প্রস্তুত রয়েছে হাজারে হাজারে পাক জঙ্গি! এমনটাই জানিয়ে দিলেন পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজ়হার। সম্প্রতি মাসুদের একটি অডিয়ো ক্লিপ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (অডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। সেই অডিয়োর বিষয়বস্তু ঘিরেই ছড়িয়েছে চাঞ্চল্য।
‘ভাইরাল’ সেই অডিয়ো ক্লিপে মাসুদ দাবি করেছেন, হাজার হাজার আত্মঘাতী জঙ্গি যে কোনও মুহূর্তে ভারতে হামলার জন্য প্রস্তুত। অডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘এঁরা (আত্মঘাতী বোমারু) সংখ্যায় এক জন নয়, দু’জন নয়, এমনকি হাজার জনও নয়! যদি সঠিক সংখ্যাটা এখন বলে দিই, তা হলে আগামিকাল বিশ্বের সমস্ত সংবাদমাধ্যম তোলপাড় হয়ে যাবে।’’ মাসুদের দাবি, এই জঙ্গিরা টাকা চায় না, কোনও লাভক্ষতির পরোয়া করে না, তারা শুধু শহিদ হতে চায়। তবে অডিয়োটি ঠিক কবে রেকর্ড করা হয়েছে, সে সব এখনও যাচাই করা যায়নি।
২০০১ সালে সংসদ হামলা, ২০০৮ সালে মুম্বই সন্ত্রাস, ২০১৬-এ পঠানকোট এবং ২০১৯-এ পুলওয়ামা— ভারতে একাধিক বড় মাপের জঙ্গি হামলার নেপথ্যে মাসুদের হাত রয়েছে। ভারতবিরোধী মন্তব্যেরও দীর্ঘ ইতিহাস রয়েছে তাঁর। ১৯৯৪ সালে মাসুদকে গ্রেফতার করেও ১৯৯৯ সালে কন্দহর বিমান অপহরণকাণ্ডের পর তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় ভারত। ২০১৯ সালের মে মাসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত এবং তালিকাভুক্ত করা হয়। ওই বছরের সেপ্টেম্বরেই তাঁকে সন্ত্রাসবাদী হিসাবে তালিকাভুক্ত করে ভারত। তবে পাকিস্তানে মাসুদকে বহু বার প্রকাশ্যে দেখা গেলেও ইসলামাবাদ অবশ্য বার বারই দাবি করে এসেছে যে তারা মাসুদের মতো জঙ্গিকে আশ্রয় দেয়নি। সেই আবহে এ বার ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিলেন সেই মাসুদ!