মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের। — ফাইল চিত্র।
এ বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল উত্তরপ্রদেশে বিজেপির জোটসঙ্গী দলের সদস্য তথা মন্ত্রীর মুখে! রবিবার মমতাকে ‘দক্ষ নেত্রী’ বলে প্রশংসা করেছেন এনডিএ-শরিক দল সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (এসবিএসপি)-র সভাপতি ওমপ্রকাশ রাজভর। অবশ্য এরই পাশাপাশি আসন্ন বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে এনডিএ সরকার গড়া নিয়েও আশা প্রকাশ করেছেন তিনি।
রবিবার উত্তরপ্রদেশের ভীমপুরায় একটি অনুষ্ঠানের পর ওমপ্রকাশ বলেন, ‘‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন একজন মুখ্যমন্ত্রী হিসাবে দেখি, যিনি সব সময়েই দক্ষ নেতৃত্ব দিয়েছেন। একজন নারী হিসাবে তিনি সমাজে একটি শক্তিশালী ভাবমূর্তি তৈরি করেছেন।’’ অবশ্য এর পরেই তিনি বলেন, পশ্চিমবঙ্গে এ বার সরকার গঠন করবে এনডিএ-ই।
কলকাতায় সম্প্রতি ঘটে যাওয়া আইপ্যাক-ইডি কাণ্ড নিয়েও মন্তব্য করেছেন ওমপ্রকাশ। তিনি বলেন, ‘‘ইডি একটি স্বাধীন সংস্থা। তদন্তে সহযোগিতা করাই উচিত।’’ বেআইনি কয়লা পাচার মামলায় আর্থিক তছরুপের অভিযোগ খতিয়ে দেখতে বৃহস্পতিবার কলকাতায় রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। কিছু ক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান মমতা। তার পর সটান বাড়িতে ঢুকে ইডি কর্তাদের চোখের সামনে দিয়ে একটি সবুজ রঙের ফাইল নিয়ে বেরিয়ে আসেন। ইডি-র দাবি, আর্থিক তছরুপের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে ওই ফাইলে থাকা নথিপত্র ও নামের তালিকা বাজেয়াপ্ত করতে চেয়েছিল তারা। কিন্তু বার বার অনুরোধ করা সত্ত্বেও নাকি নথিপত্র নিয়ে চলে যান মুখ্যমন্ত্রী। এ নিয়ে আপাতত মামলা-পাল্টা মামলা চলছে।
ঘটনাচক্রে, সপ্তাহ দুয়েক আগেই উত্তরপ্রদেশের উন্নাওয়ের ধর্ষিতাকে নিয়ে মন্তব্য করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের মুখে পড়েছিলেন এই ওমপ্রকাশ। সমাজমাধ্যমে আক্রমণ শানিয়ে অভিষেক লিখেছিলেন, ‘‘ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার জামিন পেয়েছেন। অন্য দিকে, বিজেপির শরিক তথা উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর ধর্ষণের শিকার হওয়া নিগৃহীতাদের নিয়ে উপহাস করছেন!’’ এ নিয়ে বিজেপির শীর্ষনেতৃত্বের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। এ বার সেই নেতার মুখেই শোনা গেল মমতার প্রশংসা।