তেলঙ্গানায় লগ্নি করবে আইটিসি

হায়দরাবাদ, ১৩ জুন: তেলঙ্গানায় ৮ হাজার কোটি টাকা লগ্নির কথা জানাল আইটিসি। এর মধ্যে রয়েছে কাগজ কারখানার সম্প্রসারণ এবং হায়দরাবাদে নতুন হোটেল তৈরির পরিকল্পনা। সম্প্রতি তেলেঙ্গানার শিল্পনীতি প্রকাশের অনুষ্ঠানে এ কথা জানালেন আইটিসি চেয়ারম্যান ওয়াই সি দেবেশ্বর। বর্তমানে আইটিসি ভদ্রাচলম কারখানায় বছরে ৪,০৫,০০০ টন কাগজের বোর্ড এবং ১,৪০,০০০ টন কাগজ তৈরি হয়। শুধুমাত্র কাগজ কারখানার জন্যই ৪,৫০০ কোটি টাকা লগ্নির প্রয়োজন হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৫ ০২:০৫
Share:

হায়দরাবাদ, ১৩ জুন: তেলঙ্গানায় ৮ হাজার কোটি টাকা লগ্নির কথা জানাল আইটিসি। এর মধ্যে রয়েছে কাগজ কারখানার সম্প্রসারণ এবং হায়দরাবাদে নতুন হোটেল তৈরির পরিকল্পনা। সম্প্রতি তেলেঙ্গানার শিল্পনীতি প্রকাশের অনুষ্ঠানে এ কথা জানালেন আইটিসি চেয়ারম্যান ওয়াই সি দেবেশ্বর।

Advertisement

বর্তমানে আইটিসি ভদ্রাচলম কারখানায় বছরে ৪,০৫,০০০ টন কাগজের বোর্ড এবং ১,৪০,০০০ টন কাগজ তৈরি হয়। শুধুমাত্র কাগজ কারখানার জন্যই ৪,৫০০ কোটি টাকা লগ্নির প্রয়োজন হবে বলে জানিয়েছেন তিনি। আর একটি হোটেল তৈরির খরচ প্রায় ৮০০ কোটি। ঠিক মতো জায়গা পেলে হায়দরাবাদেই সংস্থা একটি বা দু’টি হোটেল তৈরি করবে বলে দাবি দেবেশ্বরের। একই সঙ্গে ৮০০ কোটি টাকা লগ্নিতে একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা গড়তেও আগ্রহ প্রকাশ করেন তিনি। বর্তমানে আইটিসির হাতে ১৭ হাজার কোটি টাকা নগদ রয়েছে। ফলে লগ্নির জন্য টাকার অভাব হবে না বলেই জানিয়েছেন তিনি। প্রয়োজনীয় অনুমতি পেলে অন্য রাজ্যের বদলে তেলেঙ্গানাতে লগ্নি করতে তাঁরা আগ্রহী বলেও তাঁর দাবি।

উল্লেখ্য, বড় শিল্পকে কাজ চালুর জন্য দ্রুত অনুমতি দিতে শিল্পনীতিতে বেশ কিছু পদক্ষেপ করার কথা জানিয়েছে তেলঙ্গানা সরকারও। মাত্র ১৫ দিনের মধ্যেই সংস্থাগুলিকে কাজের ছাড়পত্র দেওয়া হবে বলে সেখানে দাবি করেছে তারা। একই সঙ্গে ছাড়পত্র দেওয়ার কাজে অযথা ঢিলেমির জন্য সংশ্লিষ্ট কর্মীকে জরিমানা করার ব্যবস্থাও রাখা হয়েছে সেখানে। পাশাপাশি, শিল্পের জন্য তৈরি করা হয়েছে ১.৫ লক্ষ একরের জমি ব্যাঙ্কও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন