প্রকল্প কিনতে আগ্রহ 

আইএল অ্যান্ড এফএস উইন্ড এনার্ডি লিমিটেড পরিচালিত প্রকল্পগুলি দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা 

মুম্বই শেষ আপডেট: ২০ মে ২০১৯ ০১:৪০
Share:

—ফাইল চিত্র।

সাতটি বায়ু বিদ্যুৎ প্রকল্পে ঋণগ্রস্ত আইএল অ্যান্ড এফএসের ৫১% অংশীদারি কিনে নিতে চায় জাপানের সংস্থা ওরিক্স কর্পোরেশন। এ ব্যাপারে আগ্রহপত্র জমা দিয়েছে তারা। প্রকল্পগুলির অবশিষ্ট ৪৯% শেয়ার রয়েছে জাপানের সংস্থাটির হাতেই।

Advertisement

আইএল অ্যান্ড এফএস উইন্ড এনার্ডি লিমিটেড পরিচালিত প্রকল্পগুলি দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে। মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৮৭৪ মেগাওয়াট। ঋণের অঙ্ক প্রায় ৩,৭০০ কোটি টাকা। এর আগে রাষ্ট্রায়ত্ত সংস্থা গেল প্রকল্পগুলির ১০০% অংশীদারি কেনার জন্য ৪,৮০০ কোটি টাকার সর্বোচ্চ দরপত্র জমা দিয়েছিল। সেই দরপত্র অনুযায়ী কোনও ঋণ মকুবও করতে হবে না ঋণদাতাদের। আইএল অ্যান্ড এফএস এক বিবৃতিতে জানিয়েছে, শর্ত অনুসারে প্রকল্পের অংশীদার হিসেবে সর্বোচ্চ দরপত্রের সমান দর দিয়ে প্রকল্প হাতে নেওয়ার ইচ্ছে প্রকাশ করতে পারে ওরিক্স। আগামী জুনের মধ্যে চুক্তি চূড়ান্ত হতে পারে। তবে জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনাল-সহ (এনসিএলটি) নিয়ন্ত্রকদের সম্মতি প্রয়োজন হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন