ধর্মঘটের সিদ্ধান্তে এখনও অটল গয়না শিল্প

অব্যাহত থাকবে গয়না শিল্পের ধর্মঘট। মুম্বইয়ে এক বৈঠকে গয়না শিল্পের সংগঠনগুলি এই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৬ ০২:২৩
Share:

অব্যাহত থাকবে গয়না শিল্পের ধর্মঘট। মুম্বইয়ে এক বৈঠকে গয়না শিল্পের সংগঠনগুলি এই সিদ্ধান্ত নিয়েছে। অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ফেডারেশনের চেয়ারম্যান জি ভি শ্রীধর বলেন, ‘‘কেন্দ্র সোনার গয়নার উপর উৎপাদন শুল্ক বসানোর প্রস্তাব তুলে না-নেওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ব্যাপারে আজ সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে গয়না শিল্পের সঙ্গে যুক্ত সংগঠনগুলি।’’

Advertisement

তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ ব্যাপারে তাঁরা আলোচনায় আগ্রহী বলে জানান স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে। তিনি বলেন, ‘‘গয়না তৈরিকে হস্তশিল্পের মর্যাদা দেওয়া হয়েছে। তাই হাতে তৈরি গয়নাকে উৎপাদন শুল্কের আওতা থেকে মুক্ত রেখে মেশিনে তৈরি গয়নার উপর উৎপাদন শুল্ক বসানো হলে আমাদের কোনও আপত্তি নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement