CBSE Recruitment 2025

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ৩৫ জন কর্মী খুঁজছে, যোগ্যতা যাচাই করা হবে কী ভাবে?

দেশের বিভিন্ন প্রান্তে বোর্ডের কার্যালয় হবে নিযুক্তদের কর্মস্থল। তাঁদের বেতন কাঠামো হবে দ্বিতীয় থেকে দশম পে স্কেল মেনে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ২০:৩৪
Share:

সিবিএসই। ছবি: সংগৃহীত।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে (সিবিএসই) একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। জানানো হয়েছে, বোর্ডে ন’টি পদমর্যাদায় জাতীয় স্তরের নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যদের বেছে নেওয়া হবে। প্রার্থীদের থেকে ইতিমধ্যেই অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।

Advertisement

বোর্ডে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অ্যাকাডেমিক্স, ট্রেনিং, স্কিল এডুকেশন), অ্যাকাউন্টস অফিসার, সুপারিন্টেডেন্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ ৩৫টি। দেশের বিভিন্ন প্রান্তে বোর্ডের কার্যালয় হবে নিযুক্তদের কর্মস্থল। তাঁদের বেতন কাঠামো হবে দ্বিতীয় থেকে দশম পে স্কেল মেনে।

পদের ভিত্তিতে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ২৭ বা ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে আবেদন জানাতে প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক যোগ্যতা থাকতে হবে। বাকি পদগুলির জন্যও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।

Advertisement

প্রার্থীদের বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ২৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১৭৫০ টাকা জমা দিতে হবে। আগামী ২২ ডিসেম্বর আবেদনের শেষ দিন। দু’টি ধাপে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement