রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। ছবি: সংগৃহীত।
রাজ্যে বিভিন্ন জেলায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। বিভিন্ন ফরেন্সিক মামলার জন্য জেলার মোবাইল ফরেন্সিক ইউনিটগুলিতে কাজের দায়িত্ব থাকতে নিযুক্তদের। কর্মস্থল হবে কলকাতা, জলপাইগুড়ি, মালদহ, দুর্গাপুর, মুর্শিদাবাদ, ব্যারাকপুর, কল্যাণী, সিঙ্গুর, খড়্গপুর-সহ অন্যান্য স্থানে।
পশ্চিমবঙ্গের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির তরফে সায়েন্টিফিক অফিসার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৮১টি। চুক্তিভিত্তিক পদগুলিতে প্রাথমিক ভাবে এক বছর কাজ করতে হবে নিযুক্তদের। এর পর শর্তসাপেক্ষে বাড়তে পারে মেয়াদ।
সমস্ত পদে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফরেন্সিক সায়েন্সে স্নাতকোত্তরে প্রথম শ্রেণি থাকলে আবেদন করা যাবে সায়েন্টিফিক অফিসার পদে। উত্তীর্ণ হতে হবে ফরেন্সিক অ্যাপ্টিটিউড অ্যান্ড ক্যালিবার টেস্ট (ফ্যাক্ট)-এ। বাকি পদগুলির জন্যও রয়েছে যোগ্যতার পৃথক মাপকাঠি।
পদের ভিত্তিতে নিযুক্তদের বেতনের পরিমাণ হবে মাসে ১৬,০০০ টাকা থেকে শুরু করে ৩৫,৮০০ টাকা।
সায়েন্টিফিক অফিসার এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ফ্যাক্ট-এ প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। ড্রাইভার পদের জন্য আয়োজন করা হবে ড্রাইভিং টেস্ট এবং ইন্টারভিউয়ের।
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩০ ডিসেম্বর। ২০২৬ সালের ৫ জানুয়ারি থেকে শুরু হবে কর্মী নিয়োগের প্রক্রিয়া। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।