IIFT Admission 2025

পেশাদারদের জন্য এমবিএ-র সুযোগ! আইআইএফটি-র তরফে ক্লাস করানো হবে অনলাইনে

প্রতি সপ্তাহান্তে শনি এবং রবিবার হবে ক্লাস। যা সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৮:২৩
Share:

আইআইএফটি। ছবি: সংগৃহীত।

বিভিন্ন সংস্থায় কর্মরত বা স্বনিয়োজিত ব্যক্তিদের মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়ার সুযোগ। তাঁদের জন্য ইন্ডিয়ান ইনস্টিটউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি) অনলাইনে কোর্স করাবে। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।

Advertisement

২০২৫-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এই এমবিএ কোর্স পড়ানো হবে প্রতিষ্ঠানের তরফে। এমবিএ করা যাবে আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল বিজ়নেস (আইবি)-এ। কোর্সের মেয়াদ দু’বছর।

মোট চারটি সেমেস্টারে বিভক্ত কোর্সটি। প্রথম বছরে পড়ানো হবে স্ট্র্যাটেজি, ট্রেড অ্যান্ড ফিন্যান্স, মার্কেটিং, অপারেশন্স ম্যানেজমেন্ট-সহ নানা বিষয়। দ্বিতীয় বছরে স্পেশ্যালাইজ় করা যাবে ফিন্যান্স, ট্রেড, মার্কেটিং, স্ট্র্যাটেজি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইনফরমেশন টেকনোলজি এবং অর্থনীতিতে।

Advertisement

প্রতি সপ্তাহান্তে শনি এবং রবিবার হবে ক্লাস। যা সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে। মোট প্রোগ্রাম ফি ১০,৫০,০০০ টাকা। ছ’টি কিস্তিতে তা জমা দেওয়া যাবে।

আবেদনকারীদের যে কোনও বিষয়ে স্নাতকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। প্রয়োজন এক বছরের পেশাগত অভিজ্ঞতা। আবেদনের জন্য কোনও বয়ঃসীমা স্থির করা হয়নি।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ১৫০০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ৩০০০ টাকা ধার্য করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে যোগ্যতা যাচাই করে কোর্সে ভর্তি নেওয়া হবে। আগামী বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হবে ফলাফল। ক্লাস শুরু হবে জানুয়ারির শেষে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement