প্রতীকী চিত্র।
রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কাজের সুযোগ। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। জানানো হয়েছে, কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। নিযুক্তদের কর্মস্থল হবে বিধাননগরে, সমিতির সদর দফতরে। প্রার্থীরা আগামী ১৮ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন জানাতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে স্টেট কনসালট্যান্ট (ক্লাইমেট চেঞ্জ) নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। নিযুক্তদের বেতনের পরিমাণ হবে মাসে ৪০,০০০ টাকা।
আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তাঁদের পরিবেশ বিজ্ঞান, এপিডেমোলজি, পাবলিক হেল্থ বা সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর থাকতে হবে। প্রয়োজন এক বছরের পেশাগত অভিজ্ঞতা। এ ছাড়াও অন্য দক্ষতা থাকতে হবে। যাঁদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে পিএইচডি বা এমফিল রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, কম্পিউটার পরিচালনার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা খতিয়ে দেখে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।
আগ্রহীদের এ জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা জমা দিতে হবে। আগামী ৩১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।