IGNOU Admission 2026

ইগনু-র তরফে দূর এবং মুক্ত শিক্ষা মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ, শুরু আবেদন গ্রহণ প্রক্রিয়া

২০২৬ সালের জানুয়ারি সেশনের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৪:২২
Share:

ইগনু। ছবি: সংগৃহীত।

নয়া দিল্লির ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে একাধিক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। পড়ুয়ারা মুক্ত এবং দূরশিক্ষা (ওডিএল) মাধ্যমেই সমস্ত বিষয় নিয়ে কোর্স করতে পারবেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এমন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, আগ্রহীদের থেকে অনলাইনেই আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয় থেকে ২০০-র বেশি বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ মিলবে। আবেদনকারীরা যেমন তথ্য সুরক্ষা, ডেয়ারি ফার্মিং, পরিবেশ, সুস্থায়ী উন্নয়নের মতো যুগোপযোগী বিষয় নিয়ে পড়তে পারবেন, তেমনই ইতিহাস, অর্থনীতি, হিন্দি, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রশন নিয়েও পড়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয় থেকে কিছু বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরের পাশাপাশি ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সও করা যাবে।

২০২৬ সালের জানুয়ারি সেশনের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে যাঁরা আগে থেকেই নাম নথিভুক্ত করেছেন, তাঁরা পুনর্বার নাম নথিভুক্তকরণের সুযোগ পাবেন। আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে। আবেদনকারীদের মেধার ভিত্তিতে বেশির ভাগ কোর্সে ভর্তির যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement

কী ভাবে আবেদন জানাবেন?

১) পড়ুয়াদের প্রথমে ইগনু-র ওয়েবসাইট http://ignouadmission.samarth.edu.in -এ যেতে হবে।

২) সেখানে নিজেদের ব্যক্তিগত এবং শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে।

৩) এর পর আবেদনমূল্য়-সহ আবেদনপত্র জমা দিতে হবে।

৪) শেষে জমা দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করে একটি প্রিন্ট নিয়ে নিজেদের কাছে রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement