IIT Kharagpur Recruitment 2025

আইআইটি খড়্গপুরে গবেষকের খোঁজ, ডিআরডি-র অর্থপুষ্ট প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?

সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ২৮ বছর বয়সিরা। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৮
Share:

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরে গবেষক নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানে কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে তাঁদের। আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।

Advertisement

প্রতিষ্ঠানের এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের নাম— ‘পারফরম্যান্স ক্যারেক্টারাইজ়েশন অফ বোরোন লোডেড জেল ফুয়েল ফর রামজেট প্রোপালশন সিস্টেমস’। প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)-এর অধীনস্থ এরোনটিক্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড (এআরডিবি)।

প্রকল্পের জন্য এক জন জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে দু’বছর। শর্তসাপেক্ষে বাড়তে পারে মেয়াদ। নিযুক্তকে মাসে সর্বাধিক ৩৭,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। তবে সাম্মানিকের পরিমাণ তাঁদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতেই স্থির করা হবে।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ২৮ বছর বয়সিরা। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের এরোস্পেস, মেকানিক্যাল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক বা এমটেক যোগ্যতা থাকতে হবে। প্রয়োজন গেট উত্তীর্ণ হওয়ার যোগ্যতাও। বাকি শর্ত মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আগামী ২১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement