আইসিএসআই। ছবি: সংগৃহীত।
দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ় অফ ইন্ডিয়া (আইসিএসআই)-এর তরফে চাকরির সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন শহরে নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।
প্রতিষ্ঠানে নিয়োগ হবে কনসালট্যান্ট পদে। মোট শূন্যপদ তিনটি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে প্রথমে এক বছর। তার পর তাঁদের কর্মদক্ষতা এবং প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়িয়ে সর্বাধিক দু’বছর করা হতে পারে। এই সময়ে তাঁদের প্রতি মাসে বেতন বাবদ ৫০,০০০ টাকা দেওয়া হবে। তাঁদের কর্মস্থল হবে কলকাতা, মুম্বই বা চেন্নাই।
আবেদনকারীদের এমবিএ বা পিজিডিবিএম-এ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। প্রয়োজন মার্কেটিং-এ স্পেশ্যালাইজ়েশনের। প্রয়োজন পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতাও।
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ৫ জানুয়ারি। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।