প্রতীকী চিত্র।
উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চাকরির সুযোগ। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে জারি করা হয়েছে নিয়োগ-বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, কেন্দ্রের একাধিক প্রকল্পের অধীনে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হবে অনলাইন এবং অফলাইনে।
জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি জাতীয় স্বাস্থ্য মিশন, আয়ুষ মিশন-সহ অন্য প্রকল্পের জন্য কর্মী খুঁজছে। নিয়োগ হবে ব্লক পাবলিক হেল্থ ম্যানেজার, ব্লক এপিডেমিয়োলজিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডেটা ম্যানেজার, সাইকিয়াট্রিস্ট, মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার, সাইকিয়াট্রিক নার্স, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, অডিয়োলজিস্ট, ডেন্টাল হাইজিনিস্ট, ডেন্টাল টেকনিশিয়ান, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যোগ প্রফেশনাল, ফার্মাসিস্ট এবং যোগ প্রশিক্ষক পদে। মোট শূন্যপদ ৩০টি।
পদ অনুযায়ী, আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৪০ বা ৬৭ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৭০,০০০ টাকা।
অডিয়োলজিস্ট পদে আবেদনকারীদের আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অডিয়োলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিতে স্নাতক হতে হবে। যাঁদের স্পিচ অ্যান্ড হিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। প্রয়োজন এক বছরের পেশাগত অভিজ্ঞতাও। একই ভাবে বাকি পদগুলির জন্যও যোগ্যতার পৃথক মাপকাঠি স্থির করা হয়েছে।
আগ্রহীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে নিজেদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা জমা দিতে হবে। আগামী ২৯ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে হবে। নথি পাঠানোর শেষ দিন ৩০ ডিসেম্বর।