পাট মজুত খতিয়ে দেখতে তদন্ত কমিটি কমিশনারের

অসময়ে অতিবৃষ্টির জেরে চলতি বছরে পাট উৎপাদন কমে যাওয়ায় আশঙ্কা করছে চটশিল্প। আর তা থেকেই অভিযোগ উঠছে ‘বেআইনি ভাবে’ কাঁচা পাট মজুতের। ক্রমশ বাড়ছে কাঁচা পাটের দামও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৫ ০১:৫৮
Share:

অসময়ে অতিবৃষ্টির জেরে চলতি বছরে পাট উৎপাদন কমে যাওয়ায় আশঙ্কা করছে চটশিল্প। আর তা থেকেই অভিযোগ উঠছে ‘বেআইনি ভাবে’ কাঁচা পাট মজুতের। ক্রমশ বাড়ছে কাঁচা পাটের দামও। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে চট শিল্পের প্রতিনিধিদের নিয়ে তদন্ত কমিটি গড়লেন জুট কমিশনার।

Advertisement

জুট কমিশনার সুব্রত গুপ্ত মঙ্গলবার জানান, সমস্ত চটকল ও চট ব্যবসায়ীকে ১৫ দিন অন্তর নিজেদের মজুতভাণ্ডারের তথ্য তাঁদের কাছে জমা দিতে হবে। প্রয়োজনে তা খতিয়ে দেখতে পরিদর্শনও চালানো হবে। এ ছাড়া, চট ব্যবসায়ীদের তাঁদের কাছে নথিভুক্ত হতেও এ দিন নির্দেশ দিয়েছেন সুব্রতবাবু।

চলতি মরসুমে (২০১৫-র ১ জুলাই থেকে ২০১৬-র ৩০ জুন) কাঁচা পাটের উৎপাদন ১৫-২০% কমতে পারে বলে আশঙ্কা। চটশিল্পের একাংশের দাবি, ইতিমধ্যেই কাঁচা পাটের দাম প্রায় ৩০% বেড়েছে। যে কারণে তা বেআইনি ভাবে মজুতের অভিযোগও উঠেছে। সেই পরিপ্রেক্ষিতে এ দিন সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং শিল্পমহলের সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিলেন জুট কমিশনার। সেখানেই তদন্ত কমিটি গড়ার ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এ দিকে, কাঁচা পাটের উৎপাদন কম হলে চটের বস্তার বরাত সরবরাহেও সমস্যার আশঙ্কা রয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন