বস্তা উৎপাদন বাড়াতে আর্জি

আইজেএমএ চেয়ারম্যান মণীশ পোদ্দারের দাবি, কত বস্তা লাগবে অনেক ক্ষেত্রে রাজ্যগুলি তা সময়ে জানাতে পারছে না বলে সমস্যা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৯ ০৩:৩৬
Share:

চলতি খরিফ মরসুমে খাদ্যশস্য ভরে রাখতে ১৮.৪৪ লক্ষ বেল (১ বেল মানে ১৮০ কেজি বা ৫০০টি বস্তা) চটের বস্তা প্রয়োজন। জুন থেকে নভেম্বর পর্যন্ত ধাপে ধাপে তা জোগান দেওয়ার কথা চটকলগুলির। কিন্তু বিভিন্ন সূত্রের খবর, গত দু’মাসে বিভিন্ন রাজ্যের বস্তার যা চাহিদা ছিল, তার প্রায় অর্ধেক জোগান দিতে পারেনি পশ্চিমবঙ্গের চটকলগুলি। বস্তার উৎপাদন দ্রুত বাড়িয়ে জোগানে উদ্যোগী হতে কমিশনারের অফিস থেকে সম্প্রতি ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশনকে (আইজেএমএ) চিঠি দেওয়া হয়েছে। ঘাটতি থেকে গেলে চটের বদলে শেষ পর্যন্ত প্লাস্টিকের বস্তা কেনার পথে হাঁটতে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

Advertisement

আইজেএমএ চেয়ারম্যান মণীশ পোদ্দারের দাবি, কত বস্তা লাগবে অনেক ক্ষেত্রে রাজ্যগুলি তা সময়ে জানাতে পারছে না বলে সমস্যা হচ্ছে। চটকল মালিকদের একাংশের দাবি, ভোটের পর থেকে ভাটপাড়া, কাঁকিনাড়া-সহ বহু স্থানে রাজনৈতিক সংঘর্ষে অনেক চটকলে সব শিফ্‌টে কাজ হচ্ছে না। কমিশনারের অফিসের এক কর্তা বলেন, চাহিদা মতো বস্তা না পাওয়া গেলে শস্য ভরতে সমস্যা হবে বলেই জরুরিভিত্তিতে এই সতর্কবার্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন