প্রবর্তক জুটমিলে ফের কাজ বন্ধ

ফের বন্ধ হল কামারহাটির প্রবর্তক জুটমিল। ৫ মাস আগে সেটি খুললেও বুধবার সকালে কারখানার গেটে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝোলানো হয়। আর তা দেখেই ক্ষোভে বিটি রোড অবরোধ করেন শ্রমিকেরা। প্রায় দেড় ঘণ্টা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ০২:০৯
Share:

ফের বন্ধ হল কামারহাটির প্রবর্তক জুটমিল। ৫ মাস আগে সেটি খুললেও বুধবার সকালে কারখানার গেটে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝোলানো হয়। আর তা দেখেই ক্ষোভে বিটি রোড অবরোধ করেন শ্রমিকেরা। প্রায় দেড় ঘণ্টা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

শুক্রবার জেলা শ্রম কমিশনে ত্রিপক্ষ বৈঠকের পরেই মালিকপক্ষ চটকল খুলতে রাজি হয়েছেন বলে এ দিন দাবি করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর তথা শ্রমিক নেতা বিমল সাহা। তিনি জানান, ‘‘সাংসদ সৌগত রায় মালিক পক্ষ ও শ্রম দফতরের সঙ্গে কথা বলেছেন।’’ কয়েক দিন আগে কর্তৃপক্ষ কাজের সময় কমানোয় শুরু হয় শ্রমিক অসন্তোষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement