Indian Railways

Indian Railways: আজকের টিকিটে কাল চড়া যায়, শুক্রে কেটে সোমে, লোকাল ট্রেনের সাত নিয়ম জানা দরকার

লোকাল ট্রেনের টিকিট বাতিল করার নিয়ম থেকে রিটার্ন টিকিটের সুবিধা, এমন অনেক নিয়মই রয়েছে যা জেনে রাখা ভাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ১৪:৫০
Share:

লোকালে চড়ার আগে সব নিয়ম জেনে রাখা উচিত। ফাইল চিত্র

রোজ যাঁরা ট্রেনে চড়েন তাঁরা সাধারণত এক মাস বা তিন মাসের ‘সিজন টিকিট’ কেটে নেন। তবে যাঁরা মাঝে মধ্যে লোকাল ট্রেনে সফর করেন তাঁরা দিনের টিকিটি দিনেই কাটেন। তাঁদের অনেকেরই রেলের সব নিয়ম জানা নেই। লোকাল ট্রেনের টিকিট বাতিল করার নিয়ম থেকে রিটার্ন টিকিটের সুবিধা এমন অনেক নিয়মই রয়েছে যা জেনে রাখা ভাল।

Advertisement

১। সফরের তিন দিন আগেও অসংরক্ষিত টিকিট কেটে রাখা যায়। তবে সে ক্ষেত্রে দূরত্ব হতে হবে কমপক্ষে ২০০ কিলোমিটার।

২। যে কোনও দূরত্বের জন্যই দিনের দিন অসংরক্ষিত টিকিট কাটা যায়।

Advertisement

৩। মাসিক, ত্রৈমাসিক তো বটেই, যাত্রীরা চাইলে ছ’মাস বা এক বছরের টিকিটও একসঙ্গে কাটতে পারেন।

৪। টিকিট কাটার এক ঘণ্টার মধ্যেই ট্রেনে সফর করার নিয়ম। সেটা না করলে রেল জরিমানাও করতে পারে।

৫। অসংরক্ষিত টিকিট বাতিল করা যায় টিকিট কাটার তিন ঘণ্টার মধ্যে। আগাম টিকিটের ক্ষেত্রে যাত্রা শুরুর কমপক্ষে ২৪ ঘণ্টা আগে। তবে এর জন্য ভাড়ার একটা অংশ কাটা হয়।

৬। ইউটিএস অ্যাপের মাধ্যমে টিকিট কাটা হলে তা বাতিল করা যায় না।

৭। রিটার্ন টিকিটের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, যে দিন কাটা হবে তার পরের দিন রাত ১২টা পর্যন্ত ফেরার জন্য তা বৈধ। আবার টিকিট যদি শুক্রবার কাটা হয়, সে ক্ষেত্রে শনি-রবি ছুটির দিনের পরে সোমবার মধ্যরাত পর্যন্ত তা বৈধ থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement