ফ্লিপকার্টকে জমি মঞ্জুর হরিণঘাটায়

বুধবার নবান্নে শিল্প তথা অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ‘‘শিল্পোন্নয়ন নিগমের পর্ষদের বৈঠকে ফ্লিপকার্টকে হরিণঘাটায় প্রায় ১০০ একর জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একর প্রতি ৬৩.৪৯ লক্ষ টাকা দরে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ০৩:১৫
Share:

রাজ্যে লজিস্টিক্স হাব বা পণ্য পরিবহণ কেন্দ্র গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল ফ্লিপকার্ট। এ বার তা রূপায়ণের লক্ষ্যে পুঁজি ঢালার পথ খুলল স্টার্ট আপ দুনিয়ায় ভারতের অন্যতম মুখ হিসেবে পরিচিত ওই সংস্থার সামনে। কারণ, ওই হাব গড়তে সংস্থার জন্য জমি মঞ্জুর করেছে রাজ্য।

Advertisement

বুধবার নবান্নে শিল্প তথা অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ‘‘শিল্পোন্নয়ন নিগমের পর্ষদের বৈঠকে ফ্লিপকার্টকে হরিণঘাটায় প্রায় ১০০ একর জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একর প্রতি ৬৩.৪৯ লক্ষ টাকা দরে।’’

শিল্পমন্ত্রীর দাবি, হরিণঘাটায় কেন্দ্রটি গড়তে লগ্নি ৯৫১ কোটি টাকা। কাজ পাবেন ১৮,৩১০ জন। লগ্নি প্রক্রিয়া দেড় বছরের মধ্যে সম্পন্ন হবে। বস্তুত, জমি বাছার ক্ষেত্রে সড়ক ও রেল যোগাযোগের উপর জোর দিয়েছিল ফ্লিপকার্ট। শিল্প দফতর তাদের খড়্গপুর, পানাগড় ও হরিণঘাটা শিল্পতালুকে জমি দেখায়।

Advertisement

হাবের যন্ত্রচালিত গুদামে জিনিস বাছাই ও প্যাকেজিংয়ের ব্যবস্থা করা হবে। সফটওয়্যার নিয়ন্ত্রিত পরিবহণ ব্যবস্থার মাধ্যমে পূর্ব ও উত্তর পূর্বের বিভিন্ন গন্তব্যে পৌঁছবে পণ্য। ফ্লিপকার্ট কর্তৃপক্ষ জানান, কেন্দ্রটি হবে ৪০ লক্ষ বর্গফুটে। প্রথম ধাপে তৈরি হবে ১৫ লক্ষ বর্গফুট জায়গা।

গত ২০ মার্চ কলকাতায় সংস্থার ভাইস প্রেসিডেন্ট অমিতেশ ঝা বলেন, ‘‘পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় বাছা হয়েছে পশ্চিমবঙ্গকে।’’ পূর্ব, উত্তর-পূর্বের রাজ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যবসা বাড়াতেও এই কেন্দ্রই তাদের বাজি হয়ে উঠবে, মনে করছে সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন