ভাবনাতেই ধাক্কা, ৩৪৫ নামল সূচক

বিশ্ব বাজারে অশোধিত তেলের দামের পতনে বাঁধ দিতে দিনে ১০ লক্ষ ব্যারেল উৎপাদন ছাঁটাইয়ের পরিকল্পনার কথা শুধু বলেছে সৌদি আরব। তাতেই সপ্তাহ শুরুর দিনে মুখ থুবড়ে পড়ল ভারতের শেয়ার বাজার। সেই পতনে ইন্ধন জোগাল ডলারের দর ফের দ্রুত মাথাচাড়া দেওয়ার আশঙ্কা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ০২:০৩
Share:

বিশ্ব বাজারে অশোধিত তেলের দামের পতনে বাঁধ দিতে দিনে ১০ লক্ষ ব্যারেল উৎপাদন ছাঁটাইয়ের পরিকল্পনার কথা শুধু বলেছে সৌদি আরব। তাতেই সপ্তাহ শুরুর দিনে মুখ থুবড়ে পড়ল ভারতের শেয়ার বাজার। সেই পতনে ইন্ধন জোগাল ডলারের দর ফের দ্রুত মাথাচাড়া দেওয়ার আশঙ্কা। ছিল মুনাফার টাকা তুলতে শেয়ার বিক্রির হিড়িকও। মূলত এই তিন কারণেই সোমবার এক ধাক্কায় ৩৪৫.৫৬ পয়েন্ট পড়ল সেনসেক্স। দিনের শেষ থিতু হল ৩৪,৮১২.৯৯ অঙ্কে। ১০৩ পয়েন্ট নেমে ১০,৪৮২ অঙ্কে দৌড় শেষ করল নিফ্‌টিও।

Advertisement

টানা চার দিন কমার পরে বিশ্ব বাজারে অশোধিত তেল ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম এ দিন ২.০৯% বেড়ে পৌঁছেছে ৭১.৬২ ডলারে। সৌদির ঘোষণা শেষমেশ কার্যকর হলে তা আরও বাড়ার সম্ভাবনা। এ দিন বাজারে সেই আশঙ্কার ছায়া স্পষ্ট। বাজারের সেই উৎকণ্ঠা বাড়িয়ে ডলারের সাপেক্ষে পড়েছে টাকার দামও। ৩৯ পয়সা বেড়ে মার্কিন মুদ্রার দর হয়েছে ৭২.৮৯ টাকা।

তবে এই সবের মধ্যে সূচককে সামান্য স্বস্তি দিয়ে গত দু’দিনে বাজারে ক্রেতার ভূমিকায় দেখা গিয়েছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিকে। এই সময়ে তারা ঢেলেছে ১,৪৪৬ কোটি টাকা। সোমবারই ৮৩২ কোটি।

Advertisement

তবে বিশেষজ্ঞদের মতে, এ দিনের পতন ফের প্রামাণ করে যে, ভারতের শেয়ার বাজার এখন পুরোদস্তুর অনিশ্চয়তার কবলে। আগামী বছর লোকসভা ভোটের আগে সেখানে স্থিতিশীলতা ফেরার সম্ভাবনা ক্ষীণ বলেই তাঁদের ধারণা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন