Vodafone-Airtel

বকেয়া নিয়ে আর্জি, ভোডাফোনের পথে হাঁটতে পারে এয়ারটেল, টাটা টেলিসার্ভিসও

আগেই এই আবেদন করতে পারে তারা। তবে পরিসংখ্যান অনুযায়ী ভি-র থেকে সরকার পেত অনেকটা টাকা, প্রায় ২ লক্ষ কোটি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ০৯:৩৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সম্প্রতি ভোডাফোন আইডিয়াকে (ভি) বকেয়া টাকা শোধের জন্য বেশ কিছু সুবিধা দিয়েছে কেন্দ্র। প্রথমত, তা অনেক দিন ধরে মেটানো যাবে। দ্বিতীয়ত, কিস্তির অঙ্ক সুবিধাজনক। সূত্রের খবর, এ বার নিজেদের বকেয়া নিয়ে সরকারের কাছে আর্জি জানাতে চলেছে এয়ারটেল এবং টাটা টেলিসার্ভিসেসও। ওই টাকার অঙ্কের ফের পর্যালোচনা চায় তারা। শীঘ্রই কেন্দ্রের কাছে সেই আর্জি জানাতে পারে। বকেয়া মকুবের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল সংস্থা দু’টি। শীর্ষ আদালত আবেদন খারিজ করে। শেষ পর্যন্ত ভি-রও বকেয়া মকুব হয়নি। তবে টাকা শোধের পথ সহজ হয়েছে। সূত্রের ইঙ্গিত, মকুব না হোক, অন্তত সেটুকুই চাইছে বাকিরাও।

এয়ারটেল এবং টাটাকে আগামী মার্চ থেকে বকেয়ার টাকা মেটাতে হবে। তার আগেই এই আবেদন করতে পারে তারা। তবে পরিসংখ্যান অনুযায়ী ভি-র থেকে সরকার পেত অনেকটা টাকা, প্রায় ২ লক্ষ কোটি। সেই তুলনায় এয়ারটেলের বকেয়া অনেক কম, মোট ৪৮,১০৩ কোটি টাকা। টাটাদের দিতে হবে ১৯,২৫৯ কোটি।

গত সপ্তাহে ভি জানায়, বকেয়া মেটাতে আগামী মার্চ থেকে ২০৩১-এর মার্চ পর্যন্ত বছরে সর্বাধিক ১২৪ কোটি টাকা করে মোট ৭৪৪ কোটি দিতে হবে তাদের। তার পরের চার বছর, ২০৩২-এর মার্চ থেকে ২০৩৫-এর মার্চ পর্যন্ত মেটাতে হবে বার্ষিক ১০০ কোটি করে মোট ৪০০ কোটি টাকা। তার পরেও যে বকেয়া থাকবে, সেটা শোধ করতে হবে পরের ছ’বছর ধরে (২০৩৬-এর মার্চ থেকে ২০৪১-এর মার্চ) সমান কিস্তিতে। কিস্তির অঙ্ক ঠিক করবে টেলিকম দফতরের (ডট) বিশেষ কমিটি। চলতি সপ্তাহেই টেলিকম বিভাগ কমিটি তৈরি করবে বলেই সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন