ব্যাঙ্কে ১৫ দিনে ১০.১৬% বাড়ল ঋণপ্রদান, আমানত ১১.৮৫%

গত ১৫ মে শেষ হওয়া ১৫ দিনে দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলিতে গ্রাহকদের ঋণ দেওয়ার হার বেড়েছে ১০.১৬%। দাঁড়িয়েছে ৬৬,৩২,১০১ কোটি টাকায়। এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। গত বছর একই সময় প্রদত্ত ঋণের পরিমাণ ছিল ৬০,২০,৩১২ কোটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০১:২৮
Share:

গত ১৫ মে শেষ হওয়া ১৫ দিনে দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলিতে গ্রাহকদের ঋণ দেওয়ার হার বেড়েছে ১০.১৬%। দাঁড়িয়েছে ৬৬,৩২,১০১ কোটি টাকায়। এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। গত বছর একই সময় প্রদত্ত ঋণের পরিমাণ ছিল ৬০,২০,৩১২ কোটি।

Advertisement

অন্য দিকে, ওই ১৫ দিনে ব্যাঙ্কগুলিতে আমানত বা জমার পরিমাণ ১১.৮৫% বেড়ে পৌঁছেছে ৮৭,৩৯,৬১০ কোটি টাকায়। গত বছর একই সময় যা ছিল ৭৮,১৩,৫৩৬ কোটি। উল্লেখ্য, ব্যাঙ্কে আমানত আবার দু’রকমের হতে পারে। যে কোনও সময় টাকা তোলার সুবিধাসম্পন্ন ডিমান্ড ডিপোজিট। যেমন, সেভিংস অ্যাকাউন্ট। আর নির্দিষ্ট মেয়াদের জন্য গ্রাহকদের জমা রাখা টাকা, অর্থাৎ টাইম ডিপোজিট বা মেয়াদি জমা। যেমন, ফিক্সড ডিপোজিট। শীর্ষ ব্যাঙ্কের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এই সময় ডিমান্ড ডিপোজিট ৯.৮৪% বেড়ে দাঁড়িয়েছে ৭,৮৭,৯৯৮ কোটিতে। আর টাইম ডিপোজিট ১২.০৫% বেড়ে হয়েছে ৭৯,৫১,৬১৭ কোটি। আগের বছর একই সময় এই দু’টি জমার পরিমাণ ছিল যথাক্রমে ৭,১৭,৪০৫ কোটি ও ৭০,৯৬,১৩১ কোটি টাকা।

প্রসঙ্গত, গত অর্থবর্ষ অর্থাৎ ২০১৪-’১৫ সালে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির ঋণ দেওয়ার পরিমাণ বেড়েছিল ১২.৬% হারে। আর ১২.৮% বেড়েছিল আমানতের পরিমাণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement