মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কলকাতা হাই কোর্টে আইপ্যাক মামলার শুনানির সরাসরি সম্প্রচার হবে বুধবার। মঙ্গলবার সন্ধ্যায় এই মর্মে প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করলেন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। হাই কোর্টের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মামলাকারী এবং মামলায় যুক্ত পক্ষ ছাড়া আর যাঁরা শুনানি পর্যবেক্ষণ করতে চান, তাঁরা ভার্চুয়ালি অংশগ্রহণ করতে পারবেন।
গত সপ্তাহে আইপ্যাক মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। শুনানির নির্ধারিত সময়ের আগে থেকেই এজলাসে ভিড় বাড়তে থাকে। পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। আদালত কক্ষে এমনই পরিস্থিতি তৈরি হয় যে, বিচারপতি ঘোষ এজলাস ছেড়ে বেরিয়ে যান। সেই দিনই ঘোষণা করে দেওয়া হয়েছিল, ১৪ জানুয়ারি পর্যন্ত মামলা মুলতুবি থাকবে। বুধবার সেই মামলার শুনানি রয়েছে। তার আগের দিন হাই কোর্টের তরফে জানিয়ে দেওয়া হল, সরাসরি সম্প্রচার হবে ওই মামলাটির।
২০২০ সালের কয়লা পাচার সংক্রান্ত একটি মামলার সূত্রে গত বৃহস্পতিবার আইপ্যাক কর্তা প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সংস্থার সল্টলেকের দফতরে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশি চলাকালীনই লাউডন স্ট্রিট এবং সল্টলেকে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীকের বাস ভবন থেকে বেরোনোর সময়ে মমতার হাতে ছিল একটি সবুজ রঙের ফাইল, একটি ল্যাপটপ এবং একটি মোবাইল ফোন। সে দিন মমতার অভিযোগ ছিল, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থিতালিকা-সহ দলের আরও তথ্য ‘চুরি’ করতে এসেছিল ইডি। তিনি তা রুখে দিয়েছেন।
সেই ঘটনা নিয়েই ইডির বিরুদ্ধে মামলা করেছিল তৃণমূল। পাল্টা ইডিও মমতার বিরুদ্ধে মামলা করেছে। এই জোড়া মামলারই শুনানি রয়েছে বুধবার। যদিও, মমতার সঙ্গে অডির সংঘাতের পৃথক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টেও।