নবরূপে ম্যাগি

দেশের বাজারে নতুন করে ‘ম্যাগি ভেজিটেব্‌ল আটা নুডলস’ এবং ‘ম্যাগি ওটস নুডলস’ আনল নেস্‌লে ইন্ডিয়া।

Advertisement
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৬ ০৩:২৯
Share:

দেশের বাজারে নতুন করে ‘ম্যাগি ভেজিটেব্‌ল আটা নুডলস’ এবং ‘ম্যাগি ওটস নুডলস’ আনল নেস্‌লে ইন্ডিয়া। সংস্থা জানিয়েছে, এগুলি পাওয়া যাবে যথাক্রমে ২০ টাকা (৮০ গ্রাম) এবং ২৫ টাকার (৭৩ গ্রাম) প্যাকে। প্রাথমিক ভাবে এগুলি বিপণনে স্ন্যাপডিলের সঙ্গে চুক্তি করেছে নেস্‌লে। এ দিকে, সম্প্রতি কেন্দ্রীয় খাদ্য গবেষণাগারের পরীক্ষায় পাঠানো সবক’টি নুডলস সীসার সীমা ইত্যাদির দিক থেকে নিরাপদ প্রমাণ হয়েছে বলে দাবি সংস্থার। সুপ্রিম কোর্টেও ওই রিপোর্ট পাঠিয়েছে গবেষণাগারটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement