কারখানার চাকায় গতি কমার ইঙ্গিত

আইএইচএস মার্কিট-এর অর্থনীতিবিদ আশনা দোধিয়া বলেন, বাজারে চাহিদা না থাকায় উৎপাদন ক্ষেত্রে সংস্থাগুলি হাত খুলে লগ্নি করছে না। ফলে নতুন কর্মসংস্থান তৈরি হওয়া তো দূরের কথা, গত আট মাসে এই প্রথম মার্চে কাজ খোয়াচ্ছেন বিভিন্ন সংস্থার বহু কর্মী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৮ ০৪:৫৯
Share:

পাঁচ মাসে এই প্রথম ভারতের উৎপাদন শিল্পে বৃদ্ধির হার কমার ইঙ্গিত মিলল মার্চে। গত মাসে নিক্কেই ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং পার্চেজিং ম্যানেজার্স ইনডেক্স কমে দাঁড়িয়েছে ৫১-তে। ফেব্রুয়ারিতে তা ছিল ৫২.১। চাহিদা কম থাকায় নতুন বরাতে ধাক্কাই এর কারণ বলে জানিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইএইচএস মার্কিট। যার সূত্র ধরে নতুন কাজের সুযোগ তৈরির গতি শ্লথ হবে বলে তাদের মত। উল্লেখ্য, এই সূচক ৫০-এর নীচে থাকা উৎপাদন সরাসরি কমার লক্ষণ।

Advertisement

আইএইচএস মার্কিট-এর অর্থনীতিবিদ আশনা দোধিয়া বলেন, বাজারে চাহিদা না থাকায় উৎপাদন ক্ষেত্রে সংস্থাগুলি হাত খুলে লগ্নি করছে না। ফলে নতুন কর্মসংস্থান তৈরি হওয়া তো দূরের কথা, গত আট মাসে এই প্রথম মার্চে কাজ খোয়াচ্ছেন বিভিন্ন সংস্থার বহু কর্মী।

বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র যেখানে ২০১৯ সালের লোকসভা ভোটকে পাখির চোখ করে কাজ তৈরিতে জোর দিচ্ছে, সেখানে এই ছবি আশাপ্রদ নয়। এ সবের জেরে ২০১৭-’১৮ সালে বৃদ্ধির পূর্বাভাসও কমিয়েছে মার্কিট। দোধিয়া বলেন, তা ৭.৩ শতাংশে দাঁড়াবে বলে মনে করছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement