IRCON Recruitment 2025

ইরকন ইন্টারন্যাশনাল-এ ৩০ জন ম্যানেজার প্রয়োজন! কোন যোগ্যতা থাকলে করা যাবে আবেদন?

নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৬০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০০
Share:

ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। ছবি: সংগৃহীত।

রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড-এ কর্মখালি। সংস্থার একটি প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এ জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

সংস্থায় ম্যানেজার ইলেকট্রিক্যাল পদে নিয়োগ করা হবে। শূন্যপদ ৩০টি। নিযুক্তদের সংস্থার নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে প্রকল্পের জন্য অসমের লামডিং এবং তিনসুকিয়া অঞ্চলে পোস্টিং দেওয়া হবে। সংস্থায় তাঁদের দু’বছর চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৬০,০০০ টাকা।

Advertisement

আবেদন জানানোর জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ন্যূনতম পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ অন্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৯ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে আরও জানতে আগ্রহীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement