NCHM JEE 2026

হোটেল ম্যানেজমেন্ট স্নাতকে ভর্তি হতে চান? ২০২৬-এর এনসিএইচএম জেইই কবে?

ভর্তির সুযোগ পাবেন হসপিটাল অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন (এইচএইচএ)-এর বিএসসি কোর্সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৬:২৮
Share:

প্রতীকী চিত্র।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকে ভর্তির জন্য প্রবেশিকার আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। আগামী বছর ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (এনসিএইচএম জেইই) পরীক্ষা কবে বা আবেদন প্রক্রিয়া কবে শুরু, সম্প্রতি সে সম্পর্ক সমস্ত তথ্য প্রকাশ করল এনটিএ।

Advertisement

২০২৬ সালে প্রবেশিকার আয়োজন করা হবে ২৫ এপ্রিল। সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষা নেওয়া হবে সিবিটি মাধ্যমে। পরীক্ষায় উত্তীর্ণেরা ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি (এনসিএইচএমসিঅ্যান্ডসিটি) অধীনস্থ বিভিন্ন কলেজে পড়ার সুযোগ পাবেন। ভর্তির সুযোগ পাবেন হসপিটাল অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন(এইচএইচএ)-এর বিএসসি কোর্সে।

যে পড়ুয়ারা দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ, তাঁরাই আবেদন জানাতে পারবেন স্নাতকে ভর্তির এই প্রবেশিকায়।

Advertisement

আগ্রহীদের https://exams.nta.nic.in/nchm-jee/-এ গিয়ে আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে। আগামী ২৫ জানুয়ারি আবেদনের শেষ দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement