Kalyani University Admission 2025

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে চলছে বিএড -এ ভর্তির প্রক্রিয়া, কবে হবে দ্বিতীয় দফায় কাউন্সেলিং?

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ে। কাউন্সেলিংয়ের আয়োজন করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৮
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিএড কোর্সে ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রথম দফার পরে দ্বিতীয় দফার জন্য ভর্তির কাউন্সেলিং প্রক্রিয়ার আয়োজন করা হবে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

Advertisement

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ে। কাউন্সেলিংয়ের আয়োজন করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর। ওই দিন সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ৩টে পর্যন্ত চলবে কাউন্সেলিং। দ্বিতীয় পর্বের কাউন্সেলিংয়ে যোগ দেওয়ার জন্য বাছাই পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে ৩ জানুয়ারি। তাঁদের ই-মেল মারফত কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত তথ্য জানানো হবে। ৩ থেকে ৫ জানুয়ারির মধ্যে পড়ুয়াদের ভর্তির জন্য অনলাইনে টাকা জমা দিতে হবে ।

বিএড কোর্সে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়াদের ১০টি আসনে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অতিরিক্ত ১০টি আসনে ভর্তি নেওয়া হবে। শিক্ষকতার জন্য প্রশিক্ষণের এই কোর্সে ‘মেথড সাবজেক্ট’ হিসাবে পড়া যাবে ইংরেজি, অঙ্ক, ইতিহাস, অর্থনীতি, ভূগোল, এডুকেশন, বিজ্ঞান-সহ একাধিক বিষয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement