CBSE Safety Guidelines on Prevention of Dog Bites 2025

পথকুকুরে বিপদ! স্কুলগুলিতে পড়ুয়া-শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে নির্দেশিকা সিবিএসই-র

গত নভেম্বরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, ডিপো-সহ জনবহুল একাধিক জায়গা থেকে পথকুকুরদের সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৪
Share:

সিবিএসই। ছবি: সংগৃহীত।

কুকুরের কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষিত রাখতে নির্দেশিকা জারি করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। পথকুকুরদের নিয়ে শীর্ষ আদালতের রায়ের পর বোর্ড অধীনস্থ সমস্ত স্কুলের জন্য জারি করা হল নির্দেশিকা।

Advertisement

গত নভেম্বরেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, ডিপো-সহ জনবহুল একাধিক জায়গা থেকে পথকুকুরদের সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কুকুরের কামড়ে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ায়, এই রায় ঘোষণা করেছিল শীর্ষ আদালত। বছর শেষ হতে না হতেই এ বার সেই রায় মেনে নির্দেশিকা জারি করল সিবিএসই।

বোর্ডের তরফে জানানো হয়েছে, স্কুলের পড়ুয়া, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সুরক্ষিত রাখতে দেশের সমস্ত স্কুলকে জরুরি পদক্ষেপ করতে হবে। আয়োজন করতে হবে সচেতনতামূলক কর্মশালার। সেখানে প্রথমেই পড়ুয়া থেকে শিক্ষাকর্মী সকলকে কুকুর-সহ যে কোনও প্রাণী দেখলে কী করা উচিত, তার পাঠ দেওয়া হবে। পাশাপাশি, কুকুর বা অন্য কোনও প্রাণী কামড়ালে প্রাথমিক চিকিৎসা কী হওয়া উচিত বা এই বিষয়ে সাহায্য চাইতে কার কাছে যাওয়া উচিত, তা-ও শেখানো হবে। স্কুল কর্তৃপক্ষের জন্য সিবিএসই-র পরামর্শ, স্কুলের কোন অংশে পথকুকুর বা অন্য কোনও প্রাণী যাতায়াত করে, তা চিহ্নিত করতে হবে। পরবর্তীকালে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে স্কুল প্রাঙ্গন থেকে তাদের সরিয়ে ফেলতে হবে।

Advertisement

এ ছাড়া বোর্ড জানিয়েছে—

১। স্কুল প্রাঙ্গনকে সুরক্ষিত রাখতে প্রাচীর তুলতে হবে বা বড় দরজা লাগাতে হবে সমস্ত প্রতিষ্ঠানে।

২। কর্তৃপক্ষকে একজন নোডাল অফিসার বাছাই করতে হবে। যার দায়িত্ব থাকতে থাকবে স্কুল প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। সে বিষয়ে বিস্তারিত তথ্যও স্কুলের মূল ফটকে লেখা থাকবে।

৩। স্কুলের কাছে যাতে কোনও পথকুকুরের আস্তানা গড়ে উঠেছে কি না, তা তিন মাস অন্তর খতিয়ে দেখতে হবে।

৪। স্কুলে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা এবং নিকাশি ব্যবস্থা রাখতে হবে।

৫। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের সুপারিশ মেনে রেবিজ় দূরীকরণের জন্য যথাযথ পদক্ষেপ করতে হবে স্কুলগুলিকে।

৬। এ ছাড়াও স্কুলের সকলের সুরক্ষা এবং নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্বও পালন করতে হবে সঠিক ভাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement