IIT Mandi Admission 2025

ডেটা সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এ এমবিএ! কোন আইআইটি-তে ভর্তির সুযোগ রয়েছে?

প্রথম ধাপে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে ক্যাট বা গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (জিম্যাট)-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৭
Share:

আইআইটি মান্ডি। ছবি: সংগৃহীত।

যুগোপযোগী বিষয়গুলি নিয়ে স্নাতকোত্তর স্তরের কোর্স করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মান্ডি। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য প্রতিষ্ঠানে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এ জন্য আবেদন জানাতে হবে অনলাইনে।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এ এমবিএ (মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন) কোর্স করানো হবে। দু’বছরের এই কোর্সের ক্লাস শুর হবে আগামী বছর জুলাই মাসের শেষ সপ্তাহে।

কোর্সে ভর্তির আবেদন জানাতে আগ্রহীদের উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে গণিত থাকতে হবে। পরবর্তীকালে, যে কোনও বিষয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি, চলতি বছরের ক্যাট-এ থাকতে হবে প্রাপ্ত বৈধ স্কোরও। যাঁরা চলতি বছরে ক্যাট দেননি, তাঁদের ক্ষেত্রে কেন্দ্রের অর্থপুষ্ট টেকনিক্যাল প্রতিষ্ঠান বা এনআইআরএফ-এর প্রথম ১০০-এর মধ্যে থাকা প্রতিষ্ঠান থেকে স্নাতকে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।

Advertisement

প্রথম ধাপে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে ক্যাট বা গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (জিম্যাট)-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এর পর আয়োজন করা হবে ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশনের।

পড়ুয়ারা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। একইসঙ্গে সংরক্ষিতদের ১,২০০ টাকা এবং অসংরক্ষিতদের ২,৪০০ টাকা আবেদনমূল্যও জমা দিতে হবে। আগামী ২৭ জানুয়ারি আবেদনের শেষ দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement