Job Opportunities in Indian Railways

স্নাতক হোন বা দশম উত্তীর্ণ, সুযোগ রয়েছে রেল-এ চাকরির! কোন পদে, কোন যোগ্যতায় করা যায় আবেদন?

ভারতীয় রেলে টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল পদে কাজের সুযোগ পাওয়া যেতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৮:২৮
Share:

ভারতীয় রেল। ছবি: সংগৃহীত।

প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ ভারতীয় রেল-এ চাকরি পাওয়ার আশায় বিভিন্ন পরীক্ষায় বসে। সম্প্রতি রেল মন্ত্রক জানিয়েছে, আগামী অর্থবর্ষে প্রায় ৫০ হাজার পদে কর্মী নিয়োগ করা হবে। জেনে নেওয়া যাক রেলে পরীক্ষার খুঁটিনাটি—

Advertisement

রেলে কোন কোন গ্রুপে নিয়োগ হয়?

ভারতীয় রেলে টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল পদে কাজের সুযোগ মেলে। নিয়োগ হয় গ্রুপ-এ, গ্রুপ-বি, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদমর্যাদায়। গ্রুপ-এ এবং বি-এ আধিকারিক পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হয়।

Advertisement

গ্রুপ-এ—

গ্রুপ-এ পদে নিয়োগের জন্য সরাসরি পরীক্ষার আয়োজন করা হয় না। কর্মী নিয়োগ করা হয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) আয়োজিত সিভিল সার্ভিস এগ্‌জ়াম, ইঞ্জিনিয়ারিং সার্ভিস এগ্‌জ়াম বা ইন্ডিয়ান রেল মেডিক্যাল সার্ভিস এগ্‌জ়াম-এর মাধ্যমে। লিখিত পরীক্ষা ছাড়াও আয়োজন করা হয় ইন্টারভিউয়ের।

পদমর্যাদা

১। অ্যাসিস্ট্যান্ট অফিসার

২। ডিভিশনাল অফিসার

৩। সিনিয়র ডিভিশনাল অফিসার

৪। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার

৫। চেয়ারম্যান-সহ অন্যান্য।

যোগ্যতা—

গ্রুপ-এ পদে আবেদনের জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, কলা, বাণিজ্য বা বিজ্ঞান বিভাগে স্নাতক যোগ্যতা থাকতে হয়। বয়স হতে হয় ২১ থেকে ৩০ বছরের মধ্যে। রয়েছে শারীরিক পরিমাপের মাপকাঠিও।

গ্রুপ-বি—

রেলের গ্রুপ-বি পদগুলি মূলত গেজেটেড অফিসার পদ। এ ক্ষেত্রে নিয়োগের জন্য কোনও পরীক্ষার আয়োজন করা হয় না। এই পদে বিভাগীয় পদোন্নতির মাধ্যমেই কর্মীরা কাজের সুযোগ পান।

পদমর্যাদা—

১। অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার।

২। অ্যাসিস্ট্যান্ট অপারেটিং ম্যানেজার।

৩। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।

৪। অ্যাসিস্ট্যান্ট পার্সোনেল।

৫। অ্যাসিস্ট্যান্ট ফিন্যান্সিয়াল অ্যাডভাইসর।

গ্রুপ-সি—

গ্রুপ-সি বিভাগে বিভিন্ন পদমর্যাদায় কর্মী নিয়োগ করার দায়িত্ব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি)-এর উপর। মোট ২১ আরআরবি জ়োনের জন্য নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এবং টেকনিক্যাল পদে কর্মী নিয়োগ করা হয়। সর্বভারতীয় স্তরে কম্পিউটার নির্ভর পরীক্ষা, স্কিল টেস্ট এবং নথি যাচাইয়ের মাধ্যমে নিয়োগ হয়।

পদমর্যাদা—

১। স্টেশন মাস্টার

২। ট্রেন ম্যানেজার

৩। কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস

৪। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট

৫। ক্লার্ক

৬। টিকিট কালেক্টর

৭। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট

৮। টেকনিশিয়ান

৯। জুনিয়র ইঞ্জিনিয়ার

১০। টাইপিস্ট

যোগ্যতা—

গ্রুপ-সি বিভাগের কোন পদে নিয়োগ করা হচ্ছে, তার ভিত্তিতে প্রার্থীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, আইটিআই, ডিপ্লোমা বা বিটেক উত্তীর্ণ হতে হয়। পদের ভিত্তিতে বয়ঃসীমা হতে হয় ১৮ থেকে ৩০ বা ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।

গ্রুপ-ডি—

রেলের গ্রুপ-ডি বিভাগে বিভিন্ন পদে নিয়োগের জন্য পরীক্ষার আয়োজনের দায়িত্বে থাকে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (আরআরসি)। এ ক্ষেত্রে সিবিটি ছাড়াও শারীরিক সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা এবং মেডিক্যাল পরীক্ষার আয়োজন করা হয়।

পদমর্যাদা—

১। ট্র্যাক মেনটেনার

২। হেল্পার বা অ্যাসিস্ট্যান্ট

৩। পয়েন্টসম্যান

৪। হসপিট্যাল অ্যাটেনডেন্ট

৫। গেটম্যান

যোগ্যতা—

প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হলে বিভিন্ন পদের জন্য আবেদন করা যায়। পাশাপাশি, তাঁদের মাধ্যমিক বা আইটিআই উত্তীর্ণ হওয়ার যোগ্যতা থাকতে হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement