আইএসিএস। ছবি: সংগৃহীত।
রসায়নে উচ্চশিক্ষা অর্জন করে থাকলে গবেষণার সুযোগ রয়েছে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি স্কুলে গবেষক নিয়োগ করা হবে। এ জন্য অনলাইনে আবেদন জানাতে হবে প্রার্থীদের।
প্রতিষ্ঠানের স্কুল অফ কেমিক্যাল সায়েন্স-এ ‘কিউএমএম ওর এমএম স্টাডিজ় অফ মেটালো এনজ়াইমস’ ক্ষেত্রের উপর গবেষণার কাজ হবে। প্রকল্পে একজন রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে প্রাথমিক ভাবে ছ’মাস কাজের সুযোগ মিলবে। পরবর্তীকালে শর্তসাপেক্ষে এই মেয়াদ আর ছ’মাস বাড়ানো হতে পারে। নিযুক্তকে প্রতিষ্ঠানের নিয়ম মেনেই পারিশ্রমিক দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনের কেমিক্যাল সায়েন্সেস বা রসায়নে পিএইচডি থাকতে হবে। গবেষণার বিষয় হতে হবে থিওরিটিক্যাল বা কম্পিউটেশনাল কেমিস্ট্রি। এ ছাড়াও অন্য দক্ষতা প্রয়োজন, যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে নিজেদের জীবনপঞ্জি, রেকমেন্ডেশন লেটার-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৭ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ৮ জানুয়ারি সকাল ১১টা থেকে প্রতিষ্ঠানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।