IIM Lucknow Admission 2025

কর্মরত হিসাবে ম্যানেজমেন্ট-এ পিএইচডি! কোন আইআইএম দিচ্ছে বিশেষ সুযোগ?

কোর্সে ভর্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানের তরফে আয়োজিত প্রবেশিকা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৭
Share:

আইআইএম লখনউ। ছবি: সংগৃহীত।

ভাল চাকরি পেয়ে গেলেও উচ্চশিক্ষার প্রতি আগ্রহ থেকেই যায়। অনেক সময় পদোন্নতির জন্যও তার প্রয়োজন হয়। যাঁরা ম্যানেজমেন্ট-এর নানা বিষয়ে গবেষণা করতে চান, তাঁদের জন্য এগ্‌জ়িকিউটিভ ফেলো প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট (ইইপিএম) পিএইচডি প্রোগ্রাম করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), লখনউ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এমন ঘোষণা করা হয়েছে।

Advertisement

শুধু ম্যানেজমেন্ট-এ গবেষণা নয়, শিক্ষক বা পরামর্শদাতা পদে যাঁরা ভবিষ্যতে কাজ করতে আগ্রহী, তাঁদের জন্যই সংশ্লিষ্ট কোর্স করানো হবে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এই কোর্সের আয়োজন করা হচ্ছে। ইইপিএম পিএইচডি প্রোগ্রামটি পাঁচ বছরের। আংশিক সময়ের এই কোর্সটি শেষ করা যাবে সর্বাধিক সাত বছরের মধ্যে।

আবেদনকারীদের উচ্চমাধ্যমিক স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। ইঞ্জিনিয়ারিং বা অন্য যে কোনও ক্ষেত্রে স্নাতক যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। এ ছাড়া যাঁদের সিএ বা সিএস পেশাদারি কোর্সে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। যে কোনও আবেদনকারীর ক্ষেত্রেই প্রয়োজন ন্যূনতম সাত বছরের পেশাগত অভিজ্ঞতা। এ ছাড়া ক্যাট, গেট, জিম্যাট, জিআরই বা অন্য কোনও জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রাপ্ত নম্বরও।

Advertisement

কোর্সে ভর্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানের তরফে আয়োজিত প্রবেশিকা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।মআগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়েই আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে হবে। সংরক্ষিতেরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ১০০০ টাকা। আগামী ২০ জানুয়ারি আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement