প্রতীকী চিত্র।
পুরুলিয়া জেলায় কাজের সুযোগ। জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে। জেলার জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কাজ করতে হবে নিযুক্তদের। আগ্রহীদের থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে অনলাইনে।
জেলার তরফে নিয়োগ হবে মেল কাউন্সেলর, ফিমেল কাউন্সেলর, সাইকোলজিস্ট, অডিয়োলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট এবং সোশ্যাল ওয়ার্কার পদে। মোট শূন্যপদ ১০টি।
বিভিন্ন পদে আবেদনকারীদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদের ভিত্তিতে পারিশ্রমিক হবে মাসে ১৮,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ২৮,০০০ টাকা।
সাইকোলজিস্ট বা মনোবিদ পদে আবেদনের জন্য প্রার্থীদের মনোবিদ্যায় স্নাতক হতে হবে। এক বছর কাজের অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার। বাকি পদগুলির জন্যও যোগ্যতার মাপকাঠি বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আগামী ৯ জানুয়ারি আবেদনের শেষ দিন। বাকি তথ্য মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।