কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় মন্ত্রকের অর্থপুষ্ট প্রকল্পে গবেষণার কাজ হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, বঙ্গোপসাগরে আবহাওয়ার গতিবিধি বোঝার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব র্যাডারের ব্যবহার নিয়ে গবেষণার কাজ হবে। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
বিশ্ববিদ্যালয় অধীনস্থ ইনস্টিটিউট অফ রেডিয়ো ফিজ়িক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগে গবেষণার কাজ হবে। প্রকল্পটির নাম— ‘অ্যাপ্লিকেশন অফ দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এসটি র্যাডার ফর ক্যারেক্টারাইজ়িং দ্য নরমাল অ্যান্ড সিভিয়ার ওয়েদার কনডিশন্স অ্যারাউন্ড দ্য নর্দার্ন বে অফ বেঙ্গল’। প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রক।
প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট ২, জুনিয়র রিসার্চ ফেলো, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে। মোট শূন্যপদ ছ’টি। প্রাথমিক ভাবে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর শর্তসাপেক্ষে মেয়াদ বাড়িয়ে সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত করা হতে পারে। পদ অনুযায়ী, নিযুক্তদের সাম্মানিক হবে মাসে ২০,০০০ টাকা থেকে শুরু করে ৬৭,০০০ টাকা। এ ছাড়াও অন্য খাতে ভাতা দেওয়া হবে।
পদের ভিত্তিতে আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে পারে ২৫, ২৮, ৩২ বা ৪০ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। এ ছাড়া, প্রতি পদের জন্য শিক্ষাগত যোগ্যতার আলাদা মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে আগামী ২৮ জানুয়ারি সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের ওই দিন আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে।