UIIC Recruitment 2025

পশ্চিমবঙ্গ-সহ অন্য রাজ্যে ১৫৩ জন কর্মী চাই! বিজ্ঞপ্তি ইউনাইটেড ইন্ডিয়া ইনশিয়োরেন্স-এর

তাঁদের শিক্ষানবিশি আইন ১৯৭৩ অনুযায়ী প্রতি মাসে ৯,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৯
Share:

ইউনাইটেড ইন্ডিয়া ইনশিয়োরেন্স কোম্পানি লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউনাইটেড ইন্ডিয়া ইনশিয়োরেন্স কোম্পানি লিমিটেড (ইউআইআইসিএল)-এ শিক্ষানবিশ নিয়োগ করা হবে। রয়েছে শতাধিক শূন্যপদ। এই মর্মে সম্প্রতি সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, নিযুক্তদের কর্মস্থল হবে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার-সহ অন্য রাজ্য। চাকরিপ্রার্থীরা এ জন্য অনলাইনেই আবেদন জানাতে পারবেন। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে। মোট শূন্যপদ রয়েছে ১৫৩টি। সংস্থায় নিযুক্তদের এক বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁদের ১৯৭৩ সালের শিক্ষানবিশি আইন মেনে প্রতি মাসে ৯,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে।

আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। থাকতে হবে যে কোনও বিষয়ে স্নাতকোত্তীর্ণ হওয়ার যোগ্যতা। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের মেধা যাচাই করা হবে তাঁদের শিক্ষাগত যোগ্যতার নথি যাচাইয়ের মাধ্যমে।

Advertisement

এ জন্য আগ্রহীদের প্রথমে মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এর পর সংস্থার ওয়েবসাইটে সমস্ত নথি জমা দিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২০ জানুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement