Recession

আমেরিকার ‘অপ্রত্যাশিত’ সিদ্ধান্তে বিভিন্ন দেশ পৌঁছে যাচ্ছে মন্দার দোরগোড়ায়: মুডিজ়

চিনের সঙ্গে আমেরিকার শুল্ক যুদ্ধ পুরোমাত্রায় চলছে। প্রথমে দফায় দফায় চিনা পণ্যের শুল্ক ১৪৫% পর্যন্ত তুলে নিয়ে গিয়েছিল আমেরিকা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১০:২৭
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

বাণিজ্য ক্ষেত্রে আমেরিকার ‘অপ্রত্যাশিত’ সব সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে বড় অনিশ্চয়তা তৈরি করেছে। বিভিন্ন আর্থিক ও মূল্যায়ন সংস্থার আশঙ্কা, বিভিন্ন দেশের অর্থনীতিকে শ্লথ করতে করতে তা মন্দার দিকে ঠেলে নিয়ে যেতে পারে। আজ মুডি’জ় রেটিংস জানাল, শুধু দেশ নয়, এই পরিস্থিতি নিচু মূল্যায়নযুক্ত কর্পোরেট সংস্থাগুলিকেও ঠেলে দিতে পারে ঋণ খেলাপি হওয়ার দিকে। কারণ, বাজার থেকে তাদের মূলধন সংগ্রহ এবং ব্যবসা চালানোর খরচ বাড়বে। সঙ্গে বাড়তে থাকবে ঝুঁকি।

চিনের সঙ্গে আমেরিকার শুল্ক যুদ্ধ পুরোমাত্রায় চলছে। প্রথমে দফায় দফায় চিনা পণ্যের শুল্ক ১৪৫% পর্যন্ত তুলে নিয়ে গিয়েছিল আমেরিকা। তার পাল্টা হিসেবে বেজিংও আমেরিকার পণ্যে ১২৫% শুল্ক চাপায়। বন্ধ করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের রফতানি। কয়েকটি কৃষি পণ্যের আমদানিও কমাচ্ছে। আজ ওয়াশিংটন ব্যাখ্যা দিয়েছে, চিনের বিভিন্ন পণ্যের উপরে পাল্টা শুল্ক আসলে ২৪৫% পর্যন্ত চাপিয়েছে তারা। এখন বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে উত্তাপ চড়তে থাকায় পরিস্থিতি আরও
ঘোরালো হচ্ছে।

মুডি’জ়ের রিপোর্টে বলা হয়েছে, ‘‘আর্থিক নয় এমন কর্পোরেট সংস্থাগুলির ঝুঁকি শুল্ক যুদ্ধে বেড়েছে সবচেয়ে বেশি। তাদের মধ্যে যে সমস্ত সংস্থার মূল্যায়ন নিচু, তারা ঋণপত্রের বাজার থেকে পুঁজি সংগ্রহ করতে গিয়ে সমস্যায় পড়বে। আর্থিক সংস্থাগুলিও যে স্বস্তিতে থাকবে তা আদৌ নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন