Car

ভারতীয়দের সাধ বদল! অল্টোকে সরিয়ে দেশে সবথেকে পছন্দের গাড়ি হল এটি

এই জায়গায় এতদিন ছিল মারুতি সুজুকি কোম্পানিরই অল্টো। হ্যাচব্যাক গাড়িকে সরিয়ে এ বার সেই জায়গা দখল করল সেডান গাড়ি।

Advertisement

সংবাদ সংস্থা  

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ১৭:২০
Share:

মারুতির সুজুকির এই গাড়ির সবথেকে বেশি বিক্রি হয়েছে ভারতে। ছবি টুইটার থেকে সংগৃহীত।

ভারতীয়দের পছন্দের গাড়ির তালিকায় শীর্ষে এল মারুতি সুজুকির ডিজায়ার । ২০২০ অর্থবর্ষে এই গাড়ির বিক্রিই সবথেকে বেশি হয়েছে ভারতে। প্রায় এক লক্ষ ২০ হাজার মারুতি সুজুকি ডিজায়ার গাড়ি বিক্রি হয়েছে ভারতে। এই জায়গায় এতদিন ছিল মারুতি সুজুকি কোম্পানিরই অল্টো। হ্যাচব্যাক গাড়িকে সরিয়ে এ বার সেই জায়গা দখল করল সেডান গাড়ি।

Advertisement

ভারতীয়দের পছন্দের এই বদল নিয়ে এক প্রবীণ অটোমোবাইল বিশেষজ্ঞের মতে, সেডান বরাবরই স্টেটাস সিম্বল। ২০১৯-এ এসে অল্টোর মতো ছাপোষা হ্যাচব্যাগ গাড়িতে আর মন ভরছে না ভারতীয় ক্রেতাদের। তাই তাঁরা ঝুঁকছেন সেডান গাড়ির দিকেই। সেখানে পাঁচ জন বসতেও পারবে।

মারুতির সুজুকির ডিজায়ারের বিক্রি বৃদ্ধি দেখে টাটা, রেনোর মতো গাড়ি প্রস্তুতকারী সংস্থাও ঝুঁকছে সেডান গাড়ি তৈরির দিকে। সে জন্য ইতিমধ্যেই টাটা এনেছে জেস্ট ও টিগর। রেনোও কম দামে নতুন সেডান গাড়ি আনতে চলেছে ২০২১-এর মধ্যেই।

Advertisement

আরও পড়ুন: জিএসটি বাড়ানোর দাওয়াই কমিটির

আরও পড়ুন: এনপিএতে অল্প স্বস্তি, তবে চিন্তা প্রতারণা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন