খসড়া বিমান পরিবহণ নীতিতে আঞ্চলিক উড়ান অনেক বেশি মানুষের আয়ত্তের মধ্যে আনতে তার টিকিটের দামের ঊর্ধ্বসীমা (ঘণ্টায় ২,৫০০ টাকা) বেঁধে দিতে প্রস্তাব রেখেছিল কেন্দ্র। কিন্তু শুক্রবার তারা জানিয়েছে, সব সংস্থার জন্য এটি বাধ্যতামূলক নয়।
এ দিন বিমান পরিবহণ সচিব আর এন চৌবে জানান, যে-সব সংস্থাকে লাভজনক করে তুলতে কেন্দ্র অর্থ জোগাবে, একমাত্র সেগুলির ক্ষেত্রেই টিকিটের দামের ঊর্ধ্বসীমা সংক্রান্ত প্রস্তাব কার্যকর হবে। উল্লেখ্য, বিমান পরিবহণ নীতির খসড়ায় প্রস্তাব রয়েছে প্রায় সব উড়ানের টিকিটে বাড়তি ২% কর বসানোর। ২০১৬ সালের জানুয়ারি থেকে তা কার্যকর হবে। এই খাতে হাতে আসা ১,৫০০ কোটি টাকা দিয়ে সংস্থাকে তহবিল জোগানো, আঞ্চলিক বিমান পরিবহণের পরিকাঠামো গড়ার লক্ষ্য রয়েছে কেন্দ্রের।