Zubeen Garg Death

জ়ুবিন গার্গের স্মৃতিতে বিশেষ উদ্যোগ গায়কের স্ত্রীর, নতুন বছরে কী ঘোষণা করলেন গরিমা শইকীয়া?

এখনও জ়ুবিনের মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেননি তাঁর পরিবার এবং অনুরাগীরা। গায়কের স্মৃতিতে এ বার কী ঘোষণা করলেন গায়কের স্ত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১২:০৯
Share:

জ়ুবিনের স্মৃতিতে বিশেষ উদ্যোগ স্ত্রী গরিমার ছবি: সংগৃহীত।

তিন মাস কেটে গিয়েছে। এখনও জ়ুবিন গার্গের মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেননি তাঁর পরিবার এবং অনুরাগীরা। গায়কের স্মৃতিতে এ বার বিশেষ ঘোষণা করলেন তাঁর স্ত্রী গরিমা শইকীয়া এবং ছোট বোন পামী বড়ঠাকুর। পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করে কী বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন জ়ুবিনের স্ত্রী এবং বোন?

Advertisement

সাংবাদিক বৈঠকে গরিমা জানিয়েছেন, জ়ুবিনের নামে একটি ট্রাস্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এই ট্রাস্টের সঙ্গে যুক্ত থাকবে গায়কের ‘ফ্যান ক্লাব’-এর সদস্যরাও। জ়ুবিনের স্মৃতিতে তৈরি এই ট্রাস্টের মূল কাজ কী হবে? গরিমা জানিয়েছেন, জ়ুবিন যা যা করতে ভালবাসতেন, সমাজের যে দিকগুলোয় তাঁর আগ্রহ ছিল, সেই বিষয়কে কেন্দ্র করেই যাবতীয় কাজ করবে এই ট্রাস্ট।

গরিমা বলেন, “প্রকৃতি সংরক্ষণের কাজের পাশাপাশি নতুন প্রতিভাদের ভবিষ্যৎ সুন্দর করার দিকেও নজর দেবে এই ট্রাস্ট। এ ছাড়াও শিল্পীর সৃষ্টির সংরক্ষণে বৈজ্ঞানিক পদ্ধতিতে পদক্ষেপ করা হবে। পাশাপাশি, জ়ুবিনের জীবন ও কাজ নিয়ে গবেষণার জন্য আলাদা একটি গবেষণা শাখা তৈরি করা হবে।” এর আগে ‘কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন’ নামে একটি সংস্থা তৈরি করেছিলেন জ়ুবিন। মৃত বোনের স্মৃতিতে আরও একটি সংস্থা তৈরি করেছিলেন গায়ক। গরিমা জানিয়েছেন, তিন সংস্থা যৌথ ভাবে কাজ করবে এ বার।

Advertisement

উল্লেখ্য, ২০২৫-এর ১৯ সেপ্টেম্বর হঠাৎই খবর আসে, আর নেই গায়ক জ়ুবিন। সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হয় গায়কের। শিল্পীর দেহ তাঁর রাজ্যে ফিরলে এক অন্য অসমকে দেখে গোটা ভারত। রাস্তায় নামে মানুষের ঢল। গোটা রাজ্য যেন স্তব্ধ হয়ে যায়। এককথায় ‘ঘরের ছেলে’র মৃত্যু মেনে নিতে পারেনি অসম। তাঁর মৃত্যু নিয়ে এখনও চলছে তদন্ত। গ্রেফতার হয়েছেন একাধিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement