এ রাজ্যে কোন কোন ক্ষেত্র লগ্নি টানার জন্য সম্ভাবনাময় ও সেই সম্ভাবনা পুরো কাজে লাগাতে কী কী করা দরকার, তা নিয়ে বিশদে সমীক্ষা করবে এমসিসি চেম্বার অব কমার্স। সম্প্রতি এ কথা জানিয়ে বণিকসভার প্রেসিডেন্ট হেমন্ত বাঙ্গুর বলেন, ‘‘লগ্নি টানার জন্য নিজেদের কী আছে্ বা নেই, তা জানা জরুরি। আর এই কাজটা পেশাদার সংস্থা নিয়োগ করে করব।’’ রিপোর্ট তৈরির পরে রাজ্যের সঙ্গে আলোচনায় বসা হবে।