রাজ্যের ৬১টি পাম্পে পাঠানো হয়েছে টাকা, দাবি স্টেট ব্যাঙ্কের

রাজ্যে তিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ১৮২টি পেট্রোল পাম্পে তাদের ‘পয়েন্ট অব সেলস’ যন্ত্রে ডেবিট কার্ড ঘষে টাকা তোলার সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল স্টেট ব্যাঙ্ক (এসবিআই)। শনিবার এসবিআইয়ের দাবি, এর মধ্যে ৬১টি পাম্পে তারা ইতিমধ্যেই টাকার জোগান দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ০২:৪১
Share:

রাজ্যে তিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ১৮২টি পেট্রোল পাম্পে তাদের ‘পয়েন্ট অব সেলস’ যন্ত্রে ডেবিট কার্ড ঘষে টাকা তোলার সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল স্টেট ব্যাঙ্ক (এসবিআই)। শনিবার এসবিআইয়ের দাবি, এর মধ্যে ৬১টি পাম্পে তারা ইতিমধ্যেই টাকার জোগান দিয়েছে। আর বাকিগুলিও আগামী সোম ও মঙ্গলবারের মধ্যে চালু হয়ে যাবে।

Advertisement

উল্লেখ্য, গ্রামীণ এলাকায়, যেখানে ব্যাঙ্কিং পরিষেবা তেমন ভাবে নেই, সেখানে সাধারণ মানুষের হাতে নগদ আসার এই সুযোগ পৌঁছে দিতে কিছু পাম্পের ‘কিসান সেবা কেন্দ্রে’ এত দিন শুধু এসবিআই গ্রাহকেরা এই সুবিধা পেতেন। বাতিল নোটের জেরে বাজারে টাকার জোগান বাড়াতে আপাতত সেই পরিকাঠামোকেই আরও জোরদার করতে চাইছে কেন্দ্র। শুক্রবার স্টেট ব্যাঙ্ক ও তেল সংস্থাগুলি জানিয়েছিল, রাজ্যের ১৮২টি পাম্পে যে-কোনও ব্যাঙ্কের ডেবিট কার্ড দিয়েই গ্রাহকেরা দৈনিক ২০০০ টাকা তুলতে পারবেন। এ জন্য ওই পাম্পগুলিতে যথেষ্ট পরিমাণে নগদের জোগান দেবে স্টেট ব্যাঙ্ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement