ফের পড়ল টাকার দর। বুধবার ডলারের সাপেক্ষে টাকা পড়েছে ২০ পয়সা। দিনের শেষে এক ডলারের দাম দাঁড়িয়েছে ৬৭.৯৪ টাকা। প্রায় পাঁচ মাসে যা সর্বনিম্ন।
ব্যাঙ্ক ও আমদানিকারীদের ডলারের চাহিদা বাড়ার জেরেই টাকার দাম নেমেছে বলে বাজার সূত্রে খবর। মঙ্গলবারের পতনের পরে এ দিনও দোলাচল দেখা গিয়েছে শেয়ার বাজারে। দিনের শেষে অবশ্য সামান্য নেমেছে সেনসেক্স (৬ পয়েন্ট)। তবে নিফটি বেড়েছে ৩.১৫।