বাজার চাঙ্গা, পড়ল টাকা

আগের দিন ৪৬০ পয়েন্ট বাড়ার পরে মঙ্গলবার ফের উঠল সেনসেক্স। এ দিন তা বেড়েছে ৮৩.৬৭ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে এই সূচক থিতু হয় ২৫,৭৭২.৫৩ অঙ্কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০১৬ ০২:১০
Share:

আগের দিন ৪৬০ পয়েন্ট বাড়ার পরে মঙ্গলবার ফের উঠল সেনসেক্স। এ দিন তা বেড়েছে ৮৩.৬৭ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে এই সূচক থিতু হয় ২৫,৭৭২.৫৩ অঙ্কে।

Advertisement

সেনসেক্সের পাশাপাশি বেড়েছে নিফ্‌টিও। বাজার বন্ধের সময়ে আগের দিনের থেকে ২১.৭৫ পয়েন্ট বেড়ে তা দাঁড়ায় ৭৮৮৭.৮০ অঙ্কে।

শেয়ার বাজার কিছুটা বাড়লেও পড়েছে টাকার দাম। এ দিন ডলারের সাপেক্ষে টাকা পড়েছে ৯ পয়সা। যার ফলে বিদেশি মুদ্রার বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৬.৬৭ টাকা। এ নিয়ে গত দু’দিনে টাকার দাম কমল ১৩ পয়সা।

Advertisement

টানা দু’দিন সূচকের উত্থান হলেও বাজার এখনও অনিশ্চিত অবস্থাতেই রয়েছে বলে শেয়ার বাজার মহলের ধারণা। বাজারের গতি কোন দিকে যাবে, তা আগামী কয়েক দিনের মধ্যেই কিছুটা বোঝা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকেই। যেমন, চলতি সপ্তাহেই শিল্পোৎপাদন এবং মূল্যবৃদ্ধির হার সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশিত হবে, যেগুলি শেয়ার বাজারের ওঠা-নামার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement