সহায়ক মূল্যে পাট কিনতে আরও কেন্দ্র

ব্যাঙ্কের বিশদ তথ্য দিয়ে চাষিরা নিগমের খাতায় নাম নথিভুক্ত করলে পাসবইয়ের মাধ্যমে পাট বিক্রির টাকা সরাসরি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ০৩:২৭
Share:

প্রান্তিক অঞ্চলের চাষিরাও যাতে ন্যূনতম সহায়ক মূল্যে কাঁচা পাট বেচতে পারেন, তা নিশ্চিত করতে চায় পাট নিগম (জুট কর্পোরেশন অব ইন্ডিয়া)। তাই এই অর্থবর্ষে সমবায় সংগঠন বা স্বনির্ভর গোষ্ঠী মারফত বাড়তি ৬২টি কেন্দ্র খুলবে তারা। প্রত্যন্ত অথচ ভাল চাষ হয়েছে, এমন অঞ্চল উপগ্রহ চিত্রের মাধ্যমে চিহ্নিতও হয়েছে। নিগম চেয়ারম্যান কে ভি আর মূর্তি এ কথা জানিয়ে বলেন, এ জন্য আগ্রহপত্র চাওয়া হয়েছে সমবায় সংগঠনগুলির কাছে।

Advertisement

তিনি জানান, নিগমের ১৪১টি কেন্দ্র ১ জুলাই থেকে পাট কেনা শুরু করবে। কুইন্টাল প্রতি ৩,৭০০ টাকায়। মধ্যসত্ত্বভোগীদের ঠেকাতে এ বছর চালু হচ্ছে পাসবইও। ব্যাঙ্কের বিশদ তথ্য দিয়ে চাষিরা নিগমের খাতায় নাম নথিভুক্ত করলে পাসবইয়ের মাধ্যমে পাট বিক্রির টাকা সরাসরি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement