শহর থেকে উড়ান বাড়াচ্ছে জেট

কলকাতা থেকে উড়ান বাড়াচ্ছে জেট। সংস্থার তরফে জানানো হয়েছে, কলকাতা-বেঙ্গালুরু ও কলকাতা-দিল্লি রুটে তারা অতিরিক্ত উড়ান চালাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৬ ০২:৫০
Share:

কলকাতা থেকে উড়ান বাড়াচ্ছে জেট। সংস্থার তরফে জানানো হয়েছে, কলকাতা-বেঙ্গালুরু ও কলকাতা-দিল্লি রুটে তারা অতিরিক্ত উড়ান চালাবে। ৩০ অক্টোবর থেকে দিল্লি রুটে এয়ারবাস ৩৩০-এর মতো বড় বিমান ব্যবহার করার কথাও জানিয়েছে এই সংস্থা। তাদের দাবি, এত দিন এই রুটে যে ১৬০ আসন বিশিষ্ট বোয়িং ৭৩৭ বিমান চালানো হচ্ছিল, তার চেয়ে এয়ারবাস ৩৩০ বিমানের আসন সংখ্যা হবে দ্বিগুণ। দিল্লি থেকে মুম্বই রুটেও এই বিমান চালানো হবে বলে সংস্থা জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement