যাত্রী গাড়ি বিক্রিও বাড়ল ঢিমেতালে

মারুতি-সুজুকি এবং টাটা মোটরস বাদে মে মাসটা খুব একটা ভাল গেল না গাড়ি নির্মাতা সংস্থাগুলির পক্ষে। গত মাসে এই দুই সংস্থার যাত্রী গাড়ি বিক্রি বৃদ্ধির হার দশ শতাংশের উপর গেলেও, বাকিদের ক্ষেত্রে তা বেড়েছে সামান্য। এমনকী মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা ও ফোর্ড মোটর ইন্ডিয়ার বিক্রি কমেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০৩:৩০
Share:

মারুতি-সুজুকি এবং টাটা মোটরস বাদে মে মাসটা খুব একটা ভাল গেল না গাড়ি নির্মাতা সংস্থাগুলির পক্ষে। গত মাসে এই দুই সংস্থার যাত্রী গাড়ি বিক্রি বৃদ্ধির হার দশ শতাংশের উপর গেলেও, বাকিদের ক্ষেত্রে তা বেড়েছে সামান্য। এমনকী মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা ও ফোর্ড মোটর ইন্ডিয়ার বিক্রি কমেছে।

Advertisement

মে মাসে দেশের বাজারে ১,০২,৩৫৯টি গাড়ি বিক্রি করেছে মারুতি-সুজুকি। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩% বেশি। টাটা মোটরসের ক্ষেত্রে এই হার বেড়েছে ২০.৬৭%। এই সময়ে দেশে সংস্থা যাত্রী গাড়ি বিক্রি করেছে ১১,১৩৮টি। হুন্ডাই এবং হোন্ডার বিক্রি বেড়েছে নামমাত্র। মহীন্দ্রা ও ফোর্ডের ক্ষেত্রে বিক্রি কমেছে যথাক্রমে ৬% এবং ২১.৯২%।

গাড়ি শিল্প সূত্রের দাবি, চড়া সুদের কারণে ক্রেতারা এখনও বিপণি থেকে দূরে রয়েছেন। গ্রামাঞ্চলে বিক্রিও তেমন বাড়েনি। বিক্রি বাড়াতে রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানো এবং অর্থনীতির হাল ফেরার দিকেই তাকিয়ে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement