বহাল মোটর ভেহিকল্স বিল নিয়ে জট

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ীর দাবি, অধিবেশনে যথেষ্ট সময় না-থাকায় এবং বিভিন্ন রাজনৈতিক দল বিলটি খতিয়ে দেখতে সময় চাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য গঠিত সিলেক্ট কমিটি শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই তাদের রিপোর্ট দেবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৭ ০৩:২১
Share:

প্রতীকী ছবি।

নতুন মোটর ভেহিকল্‌স বিল নিয়ে আগেই আপত্তি তুলেছিল কিছু রাজ্য। তাদের আশঙ্কা দূর করতে কেন্দ্র উদ্যোগী হলেও, রাজ্যসভার চলতি বাদল অধিবেশনেও পাশ হয়নি সেই বিল। বরং কিছু রাজনৈতিক দল তা খতিয়ে দেখার জন্য আরও সময় চেয়েছে। ফলে রাজ্যসভার ‘সিলেক্ট কমিটি’র কাছে পাঠানো হয়েছে সেটি।

Advertisement

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ীর দাবি, অধিবেশনে যথেষ্ট সময় না-থাকায় এবং বিভিন্ন রাজনৈতিক দল বিলটি খতিয়ে দেখতে সময় চাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য গঠিত সিলেক্ট কমিটি শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই তাদের রিপোর্ট দেবে। সেই অধিবেশনে বিলটিতে সায় দেওয়ার ব্যাপারে সব দল আশ্বাসও দিয়েছে।

উল্লেখ্য, ৩০ বছর আগের মোটর ভেহিকল্‌স আইন সংশোধন করে পরিবহণ আইন ভাঙার ক্ষেত্রে কড়া পদক্ষেপ করার কথা বলা হয়েছে নতুন আইনে। রয়েছে চড়া জরিমানার নিয়ম। ভুয়ো লাইসেন্স ধরার নিয়ম আনার পাশাপাশি লাইসেন্স ব্যবস্থা ঢেলে সাজার প্রস্তাবও রয়েছে তাতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement