—প্রতীকী ছবি।
হঠাৎ অর্থলাভের আশায় বহু মানুষই লটারি কাটতে চান। বিশেষ করে বছরের শেষ মাসে হাতে কিছু বেশি টাকা পাওয়ার মজাই আলাদা। কিন্তু লটারিতে যেমন জেতার আশা রয়েছে, তেমনই রয়েছে অর্থহানির আশঙ্কা। অনেকেই আগুপিছু না ভেবে লটারি কেটে পস্তান। ভাগ্যে যদি প্রাপ্তিযোগ না থাকে তা হলে শত চেষ্টার পরও লটারি কেটে লাভের লাভ হবে না। তাই এই পথে যাওয়ার আগে ভাগ্য যাচাই করে নেওয়া আবশ্যিক। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ ৭ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত কোন কোন রাশির ভাগ্যে লটারিপ্রাপ্তির যোগ রয়েছে দেখে নিন।
মেষ– মেষ রাশির জাতকেরা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন। খুব ভাল আর্থিক যোগ রয়েছে।
বৃষ– ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের প্রথম ভাগটা বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল দেখাচ্ছে। ভাগ্য যাচাই করে নিন।
মিথুন– এই সপ্তাহের শেষ ভাগে মিথুন রাশির জাতক-জাতিকারা এক বার চেষ্টা করে দেখতে পারেন। বাকি সময় লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।
কর্কট– ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কর্কট রাশির জাতকদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে।
সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা লটারির দিকে খুব একটা ভাল নয়। লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।
কন্যা– সপ্তাহের মধ্য ভাগটা কন্যা রাশির ব্যক্তিদের জন্য বেশ ভাল রয়েছে, তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
তুলা– তুলা রাশির জন্য গোটা সপ্তাহটাই বেশ ভাল দেখা যাচ্ছে। এই সুযোগ হাতছাড়া না করাই ভাল হবে।
বৃশ্চিক– এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকেরা খুব চিন্তাভাবনা করে লটারির দিকে এগোন। বিশেষ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে না।
ধনু– ধনু রাশির জাতক-জাতিকারা সপ্তাহের যে কোনও সময় লটারি কাটতে পারেন।
মকর– এই সপ্তাহটা মকর রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক দিকে ভাল দেখা যাচ্ছে। মন চাইলে ভাগ্য যাচাই করে দেখতে পারেন।
কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে লটারির দিকে না এগোনোই ভাল হবে। ভাগ্য সঙ্গ না-ও দিতে পারে।
মীন- লটারির দিকে এই সপ্তাহটা মীন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম প্রকৃতির থাকবে। তবে মন চাইলে এক বার চেষ্টা করে দেখতে পারেন।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)