—প্রতীকী ছবি।
প্রায় সব মানুষের হাতের নখেই নানা রঙের দাগ দেখতে পাওয়া যায়। এর নেপথ্যে বৈজ্ঞানিক নানা কারণ তো রয়েছেই। তবে শাস্ত্রে এর বিশেষ কিছু ব্যাখ্যাও দেওয়া রয়েছে। জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হল হস্তরেখাশাস্ত্র। এর সাহায্যে আমাদের হাতের রেখার বিচার করে ভবিষ্যতের ব্যাখ্যা দেওয়া সম্ভব। তেমনই নখের উপর থাকা নানা আকৃতির ও বর্ণের দাগগুলির বিশ্লেষণও হস্তরেখাশাস্ত্রের সাহায্যে করা সম্ভব। কোন দাগের কী অর্থ জেনে নিন।
নখে থাকা ভিন্ন দাগের অর্থগুলি কী?
কালো দাগ: নখের উপর একটি কালো দাগ থাকলে সতর্ক হতে হবে। এর ফলে স্বাস্থ্যহানির আশঙ্কা দেখা যায় বলে বিশ্বাস করা হয়। মাঝেমধ্যেই আমাদের নখে নানা প্রকার দাগ জন্ম নিতে দেখা যায়। সেই দাগ যদি কালো বর্ণের হয়, তা হলে শরীরের দিকে নজর দেওয়া জরুরি। এটি স্বাস্থ্যজনিত সমস্যার ইঙ্গিত দেয়। এ ছাড়া আঙুলের ভিত্তিতে নখে থাকা কালো দাগের অর্থ বদলে যায়।
বৃদ্ধাঙ্গুলি— বৃদ্ধাঙ্গুলিতে কালো দাগ থাকার অর্থ হল নিকট ভবিষ্যতে কোনও বড় সমস্যার সম্মুখীন হতে পারেন।
তর্জনী— কালো দাগ তর্জনীতে থাকলে তা আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়।
মধ্যমা— মধ্যমায় থাকা কালো দাগ পারিবারিক ক্ষেত্রে ঝামেলার ইঙ্গিত দেয়।
অনামিকা— কালো দাগ অনামিকায় থাকলে বুঝতে হবে সামাজিক ক্ষেত্রে আপনাকে এমন কোনও ঘটনার সম্মুখীন হতে হবে যা আপনার সম্মানহানি ঘটাতে পারে।
কনিষ্ঠা— কনিষ্ঠায় কালো দাগ থাকলে বুঝবেন সফলতার পথে আপনাকে নানা বাধার সম্মুখীন হতে হবে।
সাদা দাগ: অনেক মানুষের নখেই সাদা রঙের দাগ দেখতে পাওয়া যায়। সাদা দাগ সাধারণত আমাদের ব্যক্তিত্বের নানা দিকগুলি তুলে ধরে। ভিন্ন ভিন্ন আঙুলে থাকা সাদা দাগের পৃথক পৃথক অর্থ রয়েছে। কোন আঙুলে থাকা সাদা দাগের কী অর্থ জেনে নিন। তবে নখে হঠাৎ সাদা দাগ দেখতে পেলে বুঝবেন শীঘ্রই কোনও অসুস্থতার শিকার হতে পারেন।
বৃদ্ধাঙ্গুলি— বৃদ্ধাঙ্গুলিতে সাদা দাগ থাকা ব্যক্তিরা কথা বলতে ভালবাসেন। এঁরা জীবনে অনেক বার প্রেমে পড়েন বলে মনে করা হয়।
তর্জনী— সাদা দাগ তর্জনীতে থাকলে আয়ভাগ্য ভাল হয় বলে বিশ্বাস করা হয়।
মধ্যমা— যে সকল ব্যক্তির মধ্যমায় সাদা দাগ থাকে, তাঁরা অত্যন্ত ভ্রমণপিপাসু হন। ঘোরাঘুরির ব্যাপারে এঁদের ভাগ্য সঙ্গও দেয়।
অনামিকা— অনামিকায় সাদা দাগ থাকলে সমাজে মানসম্মান ও খ্যাতি বৃদ্ধি পায়।
কনিষ্ঠা— কনিষ্ঠায় সাদা দাগ থাকা মানে ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি লাভ করার সম্ভাবনা বৃদ্ধি পায়।
নখের গোড়ায় অর্ধচন্দ্রাকার দাগ: নখের গোড়ার দিকে অনেকেরই অর্ধচন্দ্রাকার দাগ বা বৃত্ত থাকতে দেখা যায়। এটি থাকা অত্যন্ত শুভ ব্যাপার বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। নখের গোড়ায় এই প্রকার দাগ থাকা মানে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি লাভ করা। এটি সৌভাগ্যের ইঙ্গিত দেয়। আপনি আপনার পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন।