Jupiter in Gemini December 2025

বক্রী বৃহস্পতির মিথুনে প্রবেশের ফলে বারোটি রাশির জীবনেই বইবে পরিবর্তনের ঝড়! ভাল না খারাপ, কে কেমন ফল পাবেন?

বক্রগতি প্রাপ্ত হওয়ার কারণে বৃহস্পতি পুনরায় কর্কট থেকে মিথুনে প্রবেশ করবে। বৃহস্পতির রাশি পরিবর্তনে সব রাশির উপরই কমবেশি প্রভাব পড়বে। কোন রাশির ব্যক্তিরা কোন বিষয়ে কেমন ফল পাবে জেনে নিন।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ০৭:২১
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

প্রত্যেক গ্রহই নিজ কক্ষপথে ছুটছে প্রকৃতির নিয়মে। দেবগুরু বৃহস্পতি নিজ কক্ষপথে এক পাক ঘুরতে সময় নেন কমবেশি বারো বছর। জ্যোতিষশাস্ত্র মতে, এই বারো বছর সময়কালকে ১২টি সমান ভাগে ভাগ করা হয়। এক একটি ভাগ হল ভিন্ন ভিন্ন রাশি। অর্থাৎ, এই বারো বছরে বৃহস্পতি ১২টি রাশি অতিক্রম করে। এক এক রাশিতে কমবেশি এক বছর অবস্থান করে। তবে সূর্য থেকে গ্রহের অবস্থান অনুযায়ী কখনও কখনও গ্রহদের বক্রগতি প্রাপ্ত মনে হয়। বক্রগতি প্রাপ্ত হওয়ার কারণে ৫ ডিসেম্বর ২০২৫, ভারতীয় সময় বিকেল ৫টা ২৭ মিনিটে বৃহস্পতি মিথুন রাশিতে পুনর্গমন করবে। আগামী ১ জুন ২০২৬ পর্যন্ত দেবগুরু মিথুন রাশিতেই অবস্থান করবে। বৃহস্পতির রাশি পরিবর্তনে সব রাশির উপরই কমবেশি প্রভাব পড়বে। কোন রাশির ব্যক্তিরা কোন বিষয়ে কেমন ফল পাবেন জেনে নিন।

Advertisement

মেষ রাশি: বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে অংশীদারি ব্যবসা এবং দাম্পত্য ক্ষেত্রে মেষ রাশির জাতক-জাতিকারা শুভ ফল পাবেন। ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা বৃদ্ধি পাবে। উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে শুভ। আয় বৃদ্ধি পাবে।

বৃষ রাশি: এই সময় বৃষ রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে সফলতা লাভ হবে এবং সুনাম বৃদ্ধি পাবে।

Advertisement

মিথুন রাশি: বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিথুনে প্রবেশ করছে। এই রাশির জাতক-জাতিকাদের শারীরিক ক্ষেত্রের উন্নতি ঘটবে। সন্তানের জন্য গৌরব বৃদ্ধি পাবে ও বন্ধুর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। ধর্মীয় আকর্ষণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি: বক্রগতির কারণে কর্কট থেকে মিথুনে যাচ্ছে বৃহস্পতি। কর্কট জাতক-জাতিকাদের গৃহসুখ বৃদ্ধি পাবে। বাড়িতে শুভ কাজ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

সিংহ রাশি: যে সকল সিংহ রাশির ব্যক্তিরা অংশীদারি ব্যবসা করেন, তাঁদের জন্য এই সময়কাল অত্যন্ত শুভ। স্ত্রীর সফলতা বৃদ্ধি পাবে এবং দাম্পত্য ক্ষেত্রে শুভ ফল পাবেন। সন্তানের সফলতা এবং আয় বৃদ্ধি পাবে।

কন্যা রাশি: কন্যা রাশির ব্যক্তিদের পারিবারিক এবং গৃহসুখ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে পদোন্নতি, সুনাম এবং সফলতা বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে।

তুলা রাশি: বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে তুলা রাশির ব্যক্তিরা শারীরিক ক্ষেত্রে শুভ ফল পাবেন। এই সময়কাল আপনাদের সন্তানের জন্য শুভ। সন্তানের সফলতায় আপনার গৌরব বৃদ্ধি পাবে। ধর্মীয় আকর্ষণ এবং ধর্মীয় স্থানে ভ্রমণের ইচ্ছা বৃদ্ধি পাবে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। গৃহে শুভ অনুষ্ঠানের সম্ভাবনা দেখা যাচ্ছে। ঋণ সংক্রান্ত বিষয়ে সচেতনতা অবলম্বন জরুরি। ব্যয় বৃদ্ধি পাবে।

ধনু রাশি: বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে ধনু রাশির জাতক-জাতিকারা শারীরিক ক্ষেত্রে শুভ ফল পাবেন। সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্ক উন্নত হবে। দাম্পত্যসুখ এবং আয় বৃদ্ধি পাবে।

মকর রাশি: মকর রাশির ব্যক্তিরা কাজ এবং সুনাম প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল পেলেও, ঋণ এবং ব্যয় বৃদ্ধি পাবে।

কুম্ভ রাশি: বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে কুম্ভ রাশির ব্যক্তিরা সন্তানের ক্ষেত্রে শুভ ফল পাবেন। সন্তানের সফলতায় গৌরব বৃদ্ধি পাবে। আয় এবং ধর্মীয় কর্মে আকর্ষণ বৃদ্ধি পাবে।

মীন রাশি: মীন রাশির জাতক-জাতিকাদের কর্ম এবং গৃহসুখের ক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে। তবে ব্যয় বৃদ্ধির আশঙ্কা দেখা যাচ্ছে।

গোচরকালীন বৃহস্পতির অবস্থান অনুযায়ী ভবিষ্যদ্বাণী করা হয়েছে। জন্মকালীন অন্যান্য গ্রহের অবস্থান এবং দশা অনুযায়ী ফলের পরিবর্তন হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement